প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর বলিউডে (Bollywood) মাদকচক্রের (Drug Cartel) যোগ মেলে। এর পর থেকে বহু বলিউডে সেলেব্রিটিদেরকে তলব করে NCB। তলব করা বলিউডে সেলেব্রিটিদের মধ্যে অভিনেতা অর্জুন রামপালও (Arjun Rampal) ছিলেন। এবছরের নভেম্বর মাসের ১৩ তারিখেই অভিনেতা অর্জুন রামপালকে দীর্ঘ সময় ধরে জেরা করে এনসিবি কর্তারা। জেরায় কিছু মাদক সংক্রান্ত কিছু তথ্য পাওয়ায় ফের ১লা ডিসেম্বরেও অভিনেতাকে এনসিবির জোনাল অফিস হাজির হবার নির্দেশ দেওয়া হয়েছিল।
এই সমস্ত জেরার কারণ ছিল ৯ই নভেম্বর অভিনেতার মুম্বাইয়ের বাড়িতে হটাৎ তল্লাশি চালিয়ে এনসিবির মাদক উদ্ধার। সে সময় অভিনেতার বাড়ি থেকে ০.৮ গ্রাম মাদক পাওয়া গেলে অভিনেতাকে মাদকদ্রব্য ও এনডিপিএস আইনে গ্রেফতার করা হয়। সাথে অভিনেতার বাড়ির সমস্ত ইলেক্ট্রনিক গ্যাজেট যেমন মোবাইল, ট্যাব ও ল্যাপটপ বাজেয়াপ্ত করে নেওয়া হয়। এবার অভিনেতা অর্জুন রামপালকে আবার জেরার জন্য ডাক পাঠালো এনসিবি কর্তারা।
প্রসঙ্গত, প্রয়াত অভিনেতা রাজপুতের মৃত্যুর জন্য ড্রাগের তদন্তকারী এনসিবি এখনও অবধি ২২ জনকে গ্রেপ্তার করেছে। যাদের মধ্যে কৌতুক অভিনেতা ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার মতো বলিউড খ্যাতনামা ব্যক্তিরা রয়েছেন। এছাড়াও বলিউডের তারকাদের অর্জুন রামপালের মত জেরা করেছেন। তবে, প্রাথমিক ভাবে মাদককানদের মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক চক্রবর্তী ছাড়া কাউকেই এতবার জেরা করে হয়নি।