• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আসছে Flipkart Big Saving Days, আশ্চর্য কম দামে পান মোবাইল থেকে শুরু করে নানান গ্যাজেট

অনলাইন ই কমার্স সংস্থা Flipkart। অনলাইন কেনাকাটার জন্য বর্তমানে বেশ জনপ্রিয় ফ্লিপকার্ট। মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ বা যেকোনো ইলেক্ট্রনিক্স গ্যাজেট পাওয়া যায় ফ্লিপকার্টে। শুধু তাই নয় টিভি ফ্রিজ এসি, ঘর সাজানোর উপকরণ থেকে শুরু করে কি নেই ফ্লিপকার্টে। ওয়েবসাইট ও অ্যাপি যেখান থেকে খুশি পছন্দ করে অর্ডার করুন আর বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে আপনার পছন্দের সামগ্রী। শুধু তাই নয়, বছরের বিভিন্ন সময়ে গ্রাহকদের জন্য বিশেষ সেলের আয়োজন করে Flipkart।

এবারও একটি সেলের আয়োজন করেছে ফ্লিপকার্ট। আগামী ১৮ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ‘Flipkart Big Savings Days’ সেল। এই সেলটি চলবে আগামী ২২শে ডিসেম্বর পর্যন্ত। এই Big Savings Day সেলে মোবাইল, ল্যাপটপ। ইলেক্ট্রনিক্স গ্যাজেট থেকে শুরু করে জামাকাপড় ইলেক্ট্রনিক্স বিগ অ্যাপ্লায়েন্স  সমস্ত কিছুর ওপর থাকছে দুর্দান্ত ছাড়। যদিও সেলটি ১৮ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, কিন্তু যাদের ফ্লিককার্ট ফার্স্ট মেম্বারশিপ রয়েছে তাদের ক্ষেত্রে এই সেলটি ১ দিন আগে অর্থাৎ ১৭ ই ডিসেম্বর দুপুর ১২ টা থেকে শুরু হয়ে যাবে।

   

আগেই বলেছি, এই সেলে থাকবে একাধিক অফার ও দুর্দান্ত সব ছাড়। বিশেষত মোবাইল ও ইলেক্ট্রনিক্স গ্যাজেডিতে ওপর থাকবে  আকর্ষণীয় ছাড়। সাথে SBI এর সাথে গাঁটছড়া বেঁধেছে ফ্লিপকার যার দরুন SBI Credit Card গ্রাহকরা প্রিপেড অর্ডার করলে অতিরিক্ত ১০% ছাড়ের সুবিধা পাবেন। এবার দেখে নেওয়া যাক Flipkart Big Savings Day Sale এর কিছু অফার

  • Realme 6 ফোনটি সাধারণত ১৭,৯৯৯ টাকায় বিক্রি হয় যা পাওয়া যাবে ১২,৯৯৯ টাকায়। অর্থাৎ প্রায় ৫,০০০ টাকার ছাড় পাওয়া যাবে এই ফোনে।
  • Realme Narzo 20 Pro ফোনটি ১৪,৯৯৯ এর বদলে ১,০০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্টের সাথে পাওয়া যাবে ১৩,৯৯৯ টাকায়।
  • কম বাজেটের ফোন Realme C15 ও Redmi 9i ফোন পাওয়া যাবে মাত্র ৮,৯৯৯ টাকায়।
  • Moto G 5G ফোনটি পাওয়া যাবে মাত্র ২০,৯৯৯ টাকায়।

এগুলো ছাড়াও ইলেক্ট্রনিক্স  অ্যাক্সেসরিজের ওপর ৮০% পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। আপনি যদি নতুন ল্যাপটপ কিনতে চান সেক্ষেত্রে নতুন ল্যাপটপের ওপর ৪০% পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন এই সেলে। এখানেই শেষ নয় সেল চলাকালীন রাত ২টোর সময়  চলবে রাশ হওয়ার, সেই সময় কিছু প্রোডাক্টের দাম ব্যাপক কমে যাবে। আর চাইলে সেই সময় পছন্দের জিনিসটি পেয়ে যেতে পারেন অনেক কম দামে।

site