• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্মার্টফোন স্মার্টটিভির পর এবার ল্যাপটপ আনতে চলেছে Nokia

Nokia নামটা শুনলেই মনে পরে ছোট বেলার অনেক স্মৃতি। বর্তমান প্রজন্মের অনেকে হয়তো জানেন না তবে এক সময়ে ভারত তথা বিশ্বের দরবারে দাপিয়ে বেড়াত এই কোম্পানি। ফিনল্যাণ্ড বেসড এই কোম্পানিটি স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড (Android) আসলে নিজেদের বদলাতে নারাজ ছিল। সময় ও আধুনিকতার সাথে পাল্লা দিতে নোকিয়ার এই সিদ্ধান্তটি ছিল মারাত্মক একটি ভুল। এরপর নোকিয়া মাইক্রোসফট উইন্ডোস (Microsoft  Windows) এর সাথে গাঁটছড়া বেঁধে উইন্ডোস স্মার্টফোন লঞ্চ করে। কিন্তু তও খুব একটা জনপ্রিয়তা পায়নি। এরপর একসময় বন্ধ হয়ে যায় নোকিয়া।

এরপর ২০১৬ সালে কোম্পানি পুনরায় স্মার্টফোন মার্কেটে প্রবেশের সিদ্ধান্ত নেয়। এবার অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে নিজেদের পুরোনো ক্লাসিক ফোনগুলিকে রিফাইন করে লঞ্চ করে নোকিয়া। বর্তমানে নোকিয়া স্মার্টফোন মার্কেটে নিজের জায়গা তৈরী করতে পেরেছে। তবে, শুধু স্মার্টফোনেই থিম নেই নোকিয়া। ইতিমধ্যেই নোকিয়া স্মার্ট টিভি লঞ্চ করেছে।

   

এবার লকডাউনে ওয়ার্ক ফ্রম হোমের চাহিদা বেড়েছে প্রচুর। যার ফলে ল্যাপটপের চাহিদা আগের চাইতে অনেক বেড়ে গিয়েছে। তাই এবার ওয়ার্ক ফ্রম হোম ব্যক্তিদের চাহিদার কথা মাথায় রেখে ল্যাপটপ নিয়ে হাজির হতে চলেছে নোকিয়া। নিজেদের গ্রাহকদের স্মার্টফোন, স্মার্টটিভির পর এবার ল্যাপটপ দিয়ে চমকে দিতে চাইছে নোকিয়া।

যেমনটা জানা যাচ্ছে নোকিয়ার প্রথম ল্যাপটপটির মডেলের নাম হতে চলেছে Nokia Purebook X14। এটাই ভারতের বাজারে নোকিয়ার প্রথম ল্যাপটপ। নতুন এই ল্যাপটপে থাকছে লেটেস্ট 10th gen intel core i5 প্রসেসর। সাথে থাকবে ৮ জিবি র‌্যাম। স্টোরেজ হিসাবে থাকবে ৫১২ জিবি এসএসডি। সাথে থাকবে Dolby Atmos এর দুর্দান্ত সাউন্ডের স্পিকার। ল্যাপটপটি Flipkart এর মাধ্যমে কেনা যাবে। এখনো পর্যন্ত  ল্যাপটপটির দাম সম্পর্কই কিছু জানা যায়নি। তবে, ল্যাপটপটি শুধুমাত্র ভারতেই পাওয়া যাবে বলে জানা যাচ্ছে নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

site