বলিউডের (Bollywood) বিখ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। এবছরের ১৪ই জুন নিজের ফ্ল্যাটেই প্রয়াত হন অভিনেতা। অভিনেতার মৃত্যুর পর কেটে গিয়েছে দীর্ঘ ছয় মাস, কিন্তু এখনো তার অনুগামীরা এই মৃত্যুকে মেনে নিতে পারেননি। এমনকি সুশান্তের মৃত্যুতে তার প্রাক্তন বান্ধবী ও প্রেমিকা অঙ্কিতা লোখান্ডেও (Ankita Lokhande) ভেঙে পড়েছিলেন। সুশান্তের সাথে অঙ্কিতার প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিনের পরে তা ভেঙে যায়। কিন্তু সম্পর্ক না থাকলেও সুশান্তের মৃত্যুর খবর শুনে স্থির থাকতে পারেননি অভিনেত্রী।
অভিনেতা সুশান্ত চলে যাবার পর থেকে গোটা দেশে এমনকি বিদেশেও বহু জায়গায় তার মৃত্যুর তদন্তের জন্য অনুগামীদের রাস্তায় নামতে দেখা গিয়েছিল। সেই থেকে আজও চলছে তদন্ত। এর মাঝে সুশান্তের বহু পুরোনো ছবি ও ভিডিও ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু সময় বা জীবন কোনোটাই থেমে থাকে না। বর্তমানে সুশান্তের প্রাক্তন বান্ধবী তথা প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে ভিকি জৈনকে (Viki Jain)ভালোবাসেন। তার সাথেই নানান মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন। শীঘ্রই বিয়ে করতে চলেছেন অভিনেত্রী।
অভিনেত্রী হবু বর ভিকি জৈনের সাথে ঘুরতে গিয়েছিলেন বরফের দেশে। আর ঘুরতে গিয়ে অঙ্কিতা তার হবু বরের সাথে কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। যা মোটেও সহ্য করতে পারছে না সুশান্ত অনুগামীরা। যদিও ছবিগুলি বেশ পুরোনো, তও অভিনেত্রীর সাথে সুশান্ত ছাড়া অন্য কাউকে যেন দেখতে নারাজ সুশান্তপ্রেমীরা। যার কারণে অঙ্কিতার সাথে ভিকি জৈনকে দেখে রীতিমত রগে ফুঁসছে নেটিজেনরা।
View this post on Instagram