• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গায়ের রঙ কালো! পরীক্ষার আগেই বাদ পড়তেন জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডি’স্যুজা

এখন রেমো ডি’স্যুজাকে একডাকে সকলেই চেনেন। কিন্তু স্মৃতির পাতা উলটে রেমো জানান কেরিয়ারের প্রথমটা রেমোর জন্য খুব একটা সহজ ছিলনা। একটি সাক্ষাৎকারে রেমো বলেছিলেন, জীবনে তিনি সাফল্যের থেকেও বেশি পেয়েছেন ব্যর্থতার স্বাদ। তিনি জানিয়েছিলেন, তার গায়ের রঙ কালো বলে প্রথমেই অনেক জায়গা থেকে বাদ পড়তেন তিনি। একসময় লড়াই করতে করতে ক্লান্ত হয়ে মুম্বই ছেড়ে দেশের বাড়িতেও ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু তাকে নিয়ে বিদ্রুপ তামাশা করা লোকেদের ভুল প্রমাণ করার লড়াই তিনি চালিয়েই গেছেন।

এরপর রেমো কোরিওগ্রাফার আহমদ খানের জন্য অডিশনে গিয়েছিলেন এবং নাচের আগে তিনি বিচারকদের অনুরোধ করেছিলেন তাকে যেন কেবল তার প্রতিভার জন্য বিচার করা হয়, তার চেহারার জন্য নয়। এরপর এই অডিশানে নির্বাচিত হন রেমো।
রেমো সেই সময়ের কথাও বলেছেন যখন গায়ের রঙ কালো হলে নৃত্যশিল্পীদের প্রধান অভিনেতাদের পিছনেও দাঁড়াতে দেওয়া হতনা। তবে সলমন খানের

   

অডিশনের কথা বলতে গিয়ে ডিসুজা স্মরণ করিয়ে দিয়েছিলেন যে খান অডিশন দিয়েছিলেন এবং তারপরে তাঁকে নির্বাচিত করেছিলেন বলে তিনি অত্যন্ত কৃতজ্ঞ। রেমো সেই সময়ের কথাও বলেছেন যখন অন্ধকার নৃত্যশিল্পীদের প্রধান অভিনেতাদের পিছনে দাঁড়াতে দেওয়া হয়নি। তবে সালমান খানের পিছনে দ্বিতীয় সারিতে তাকে নাচের জন্য বেছে নেওয়া হয়েছিল বলে কোরিওগ্রাফার জানিয়েছেন।

কিন্তু এখন তিনি বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার তথা পরিচালক।১৯৭৪ সালে বেঙ্গালুরু শহরে জন্ম নেন রেমো। ছোট থেকেই নাচের প্রতি ভালোবাসা এবং আগ্রহ ছিল তার। তার কেরিয়ারের শুরু ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে। তারপর একে একে বলিউডের বহু ছবিতে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন তিনি। এরপর পরিচালনার কাজও শুরু করেন তিনি। মিঠুন চক্রবর্তী অভিনীত বাংলা ছবি ‘লাল পাহাড়ের কথা’ দিয়েই তার পরিচালনায় হাতেখড়ি। রেমো পরিচালিত সর্বশেষ ছবি স্ট্রিট ডান্সার থ্রিডি। ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন বরুণ ধওয়ান ও শ্রদ্ধা কাপুর। গত বছর বক্স অফিসে মুক্তি পায় এই ছবি। মূলত জি টিভির রিয়ালিটি শো ডান্স ইন্ডিয়া ডান্সের বিচারক হিসাবে লাইমলাইটে উঠে আসেন রোমো। পরে ‘ফালতু’, ‘এবিসিডি’র মত একাধিক ছবি পরিচালনা করেছেন তিনি।

সম্প্রতি রেমো গুরুতর হৃদরোগ নিয়ে হাসপাতালে ভরতি হন। রেমোর অনুরাগীরা তার দ্রুত আরোগ্য কামনা করে ছেয়ে ফেলেছেন সোশ্যাল মিডিয়া।

site