বলিপাড়ার হিট-সিনেমার এক অন্যতম কৌশল হল বায়োপিক। পুনরায় সেই একই পথে হাঁটতে চলেছে লকডাউন পরবর্তী বলিউড। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, ডুয়ার্সের ‘অ্যাম্বুলেন্স দাদা (Ambulance Dada) করিমুল হককে (Karimul Hak) নিয়ে একটি বায়োপিকের কথা ভাবা হচ্ছে। সূত্রের খবর, শুক্রবার মুম্বইয়ের একটি পাঁচতারা হােটেলে প্রযােজক করিম মােরানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন করিমুল হক। জানা গেছে, সিনেমার পরিচালক বিনয় মুদগাল। বলিপাড়ার খবর, ছায়াছবির বিষয়বস্তু জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রাম রাজাডাঙার বাসিন্দা করিমুল হকের জীবনীনির্ভর। স্বাভাবিকভাবেই জলপাইগুড়ি সহ গোটা বাংলাতেই এই খবরে উচ্ছ্বাস ছড়িয়েছে।
‘অ্যাম্বুলেন্স দাদা’ নামেই সকলের কাছে পরিচিত করিমুল। সমাজের প্রতি দায়বদ্ধতার পাশাপাশি তাঁর মহৎ সেবার কারণেই তিনি ভূষিত হন পদ্মশ্রী সম্মানে। সম্মাননা পাওয়ার পরেই গােটা দেশের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। পরিচালক বিনয় মুদগেল জানিয়েছেন, “যাঁদের কাছে করিমুলের কান্ডকারখানা অজানা, তাঁদের জন্যই হবে এই সিনেমা।” সূত্রের খবর, গত দু’বছর ধরেই পদ্মশ্রী প্রাপ্ত ‘অ্যাম্বুলেন্স দাদা’-কে নিয়ে সিনেমা তৈরির কথা চললেও কোভিড মহামারীর কারণে তা পিছিয়ে যায়। অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে জলপাইগুড়িবাসীর।
বলিপাড়ার ঘনিষ্ঠমহলের বক্তব্য, করিমুল হকের চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও ঠিক না হলেও সম্ভাব্য নাম হিসেবে সােনু সুডের নাম উঠে আসে। পরিচালক ঘনিষ্ঠরা জানিয়েছেন, করিমুলের তুলনায় সােনু সুড অপেক্ষাকৃত লম্বা হওয়ায় সেই ভাবনা বাতিল হয়ে যায়। পরিচালক বিনয় মুদগালের কথায়, “করিমুল হকের চরিত্রে কোন অভিনেতা থাকবেন, সে বিষয়ে চমক থাকবে।” অনেকের মতে, শাহরুখ খান এই চরিত্রে অভিনয় করতে পারেন। স্বভাবতই উৎসাহিত কিং খানের ফ্যানমহল।