‘রবিনহুড’ বললেও কিছু ভুল হয়না অভিনেতা সোনু সুদকে। সেই করোনাকাল থেকে একাধিকবার দুর্গতদের ত্রাতার ভূমিকায় দেখা গেছে বিখ্যাত বলিউড অভিনেতা সোনু সুদকে। কখনও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো, তো কখনও আবার স্মার্টফোনের জন্য পড়াশোনা বন্ধ হতে বসা ছাত্রীদের দায়িত্ব নেওয়া– একের পর এক মানবিক পদক্ষেপ নিয়ে সোনু সুদ ভারতের জনগণের কাছে এখন কার্যতই ‘সুপার হিরো’। নিজের ভাল কাজের জন্য ঘরে বাইরে তুমুল ভাবে প্রশংসা আর আশীর্বাদ কুড়িয়েছেন সোনু সুদ ৷
তার সম্পূর্ণ জীবন যেন তিনি মানুষের কাজেই নিবেদন করেছেন। এমনকি নিজের সম্পত্তিও বন্ধক রেখেছেন অভিনেতা। শনিবার সাধারণ মধ্যবিত্ত থেকে হত দরিদ্রদের পরিবারগুলির রুজিরুটির পাকাপাকি ব্যবস্থা করে দিতে নয়া ঘোষণা করলেন ‘রবিনহুড’ সোনু সুদ।
এদিন ইন্সটাগ্রামে সোনু একটি পোস্ট দিয়ে জানান, যারা এই লকডাউনে কাজ হারিয়েছেন বা যাদের সংসার চালাতে নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা, সেই পরিবারগুলিকে ‘ইরিক্সা’ উপহার দিতে চলেছেন অভিনেতা। সোনু এই অভিনব উদ্যোগের নাম দিয়েছেন, “খুদ কামাও, ঘর চালাও”। সংকটকালে অভাবের তারনায় যাতে কাউকেই আর অন্যের মুখাপেক্ষী হয়ে না থাকতে হয়, তাইই এই ব্যবস্থা সোনুর। সোনু মনে করেন কাউকে অন্ন বস্ত্রের ব্যবস্থা করে দেওয়ার থেকে তাকে পাকাপাকিভাবে রোজগারের পথ বাতলে দেওয়া বেশি জরুরি।
View this post on Instagram