আজকাল অনেকের মধ্যেই প্রতিভা থাকে। কারোর প্রতিভা সকলের সামনে সহজেই চলে আসে, আবার কেউ কেউ সুপ্ত প্রতিভার অধিকারী হয়। যারা হয়তো কোনো কারণে সেভাবে পরিচিতি পান না। সোশ্যাল নেটওয়ার্কিং এর যুগে আজকাল প্রতিদিন হাজারো ভাইরাল ভিডিও মাঝে এই ধরণের প্রতিভাবান মানুষদের কিছু ভিডিও প্রায়শই চোখে পড়ে।
কখনো খুদে শিল্পীদের অসাধারণ নাচ তো কখনো গান মুগ্ধ করে দেয়। আবার কেউ শুধুমাত্র নিজের গলা দিয়েই নানান পশু পাখির আওয়াজ বের করতে পারে। আসলে সোশ্যাল মিডিয়ায় খুব অল্প সময়েই বিশাল খ্যাতি অর্জন করা সম্ভব। তাই আজ অনেকেই সোশ্যাল মিডিয়াকে নিজের প্রতিভা প্রকাশ করার প্লাটফর্ম হিসাবে নিচ্ছেন। এবার সোশ্যাল মিডিয়াতে একটি প্রতিভাবান যুবকের ভিডিও ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে যুবককে খালি গলাতেই দুর্দান্ত গান গাইতে শোনা যাচ্ছে। বাহুবলি ছবির থেকে একটি গান গাইছে ওই যুবক। খালি গলায় এমন গান খুব কম লোকই গাইতে পারে। যেখানে বলিউডের গায়কদের কোটি কোটি টাকা খরচ করে বুক করতে হয়। সেখানে এই যুবক হয়তো বড় বড় দায়কদের হার মানাতে পারে তার নিজের গলায় গান গেয়ে।
যুবকের গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবার পর ভাইরাল হয়ে পড়েছে। যুবকের গান শুনে নেটপাড়ায় রীতিমত প্রশংসার ঝড় উঠেছে।