সাধারণত মানুষ মারা গেলে তার অন্তিম সৎকার করা হয় থাকে। বিভিন্ন ধর্মে বিভিন্ন ভাবে সম্পন্ন হয় এই শেষ কৃত্য। কিন্তু কখনো শুনেছেন যে অন্তিম সৎকারের পরে কোনো ব্যক্তি ফিরে এসেছেন! শোনেননি নিশ্চই, আবার অনেকেই বলবেন এতো অসম্ভব ব্যাপার। নির্ঘাত ঘটনা! কিন্তু না, ও সম্ভব। হ্যাঁ, ঠিকই শুনেছেন অন্তিম সৎকারের পরেও ফিরে আসা যায়। আসলে এই রকমই একটি ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে।
মধ্যপ্রদেশের এই ব্যক্তিকে সকালে দাহ করে অন্তিম সৎকার করা হয়। কিন্তু আশ্চর্য জনক ভাবে বিকালেই জলজ্যান্ত ফিরে আসেন ওই মৃত ব্যক্তি। যা দেখে পরিবারের লোক থেকে শুরু করে পাড়া প্রতিবেশী এমনকি স্থানীয় পুলিশও অবাক হয়ে গিয়েছে।
মধ্যপ্রদেশের বর্ডার মাতাজী এলাকায় ঘটেছে এই ঘটনা। গত বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ পুলিশ একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় জানার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করে পুলিশ যাতে মৃত ব্যক্তির সনাক্তকরণ দ্রুত হতে পারে। পরদিন সকালেই সেই ছবি দেখে বান্টি শর্মা নামের এক ব্যক্তি বলেন যে সেটি নাকি তার নিখোঁজ ভাই এর ছবি। যাকে বিগত কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। নিখোঁজ হয় যাওয়া ওই ব্যক্তির নাম জানানো হয় দিলীপ শর্মা।
এরপর নিয়মমেনে পোস্টমর্টেমের পর ওই বডি তুলে দেওয়া হয় বান্টি শর্মার পরিবারকে। সমস্ত নিয়ম মেনে শুক্রবার সকালেই শেষ হয় অন্তিম সৎকার। কিন্তু শুক্রবার সন্ধ্যা বেলাতেই ঘটে অবাক কান্ড, বাড়ি ফিরে আসেন দিলীপ শর্মা। তাহলে কি তার ভুত ফিরে এল? নাকি অন্যকাউকে ভাই ভেবে অন্তিম সৎকার করে বসলেন বান্টি শর্মা। ঘটনা জানা জানি হতেই পরিবারের লোক থেকে শুরু করে পাড়াপ্রতিবেশীরা হতবাক হয়ে পড়েন। খবর পেয়ে হাজির হয় পুলিশও।
এরপর পরিবারের তরফে জানানো হয়, তাদের সনাক্তকরণে কিছু ভুল হয়েছিল যার জন্যই এই গন্ডগোল। ঘটনার পরে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির খোঁজে লেগে পড়েছে পুলিশ। অন্যদিকে দিলীপ শর্মা ফিরে পেলেন তার পরিবার।