• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মমতা ব্যানার্জির মতোই রঙ তুলিতে সাদা ক্যানভাসে ছবি আঁকলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান

এর আগে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে বহুবার রঙ তুলি হাতে ছবি আঁকতে দেখা গেছে। এবার রঙ তুলিতে ক্যানভাস রাঙাতে দেখা গেল, তৃণমূলেরই বসিরহাটের সাংসদ নুসরাত জাহানকে। তুলির টানে সাদা ক্যানভাসে গৌতম বুদ্ধের ছবি ফুটিয়ে তুললেন তিনি। এই প্রতিভা প্রকাশ্যে আসতেই তার আঁকার প্রশংসায় পঞ্চমুখ নেটবাসী।

কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে। এই প্রবাদ একেবারে সত্যি প্রমাণ করে ছাড়লেন অভিনেত্রী নুসরাত জাহান। একাধারে তিনি ভালো অভিনেত্রী, ভালো নৃত্য শিল্পী, সময় পেলেই হেঁশেল ও সামলান তিনি, পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সাংসদ হওয়ায় মানুষের দুঃখ দুর্দশার কথাও ভাবতে হয় তাকেই। এবার তিনি যে একজন ভালো চিত্র শিল্পীও সেটার প্রমাণ তার আঁকা ছবিই।

   

তবে ভালো কাজ থাকলে ট্রোলিংও যে তার অঙ্গ সেকথা আমাদের সকলেরই জানা। তাই ছবি এঁকেও ট্রোলিং থেকে নিস্তার পেলেন না অভিনেত্রী। কেউ বললেন, “বুদ্ধর মুখে হলুদ রঙ কেন? পুরো নীল নয় কেন”, কেউ বা প্রশ্ন ছুঁড়ে দিলেন, ” কোন শিল্পীর আঁকার উপর তুলি বোলাচ্ছেন”। কিন্তু সাংসদ অভিনেত্রী এসবে বিশেষ কান দেননি। সাদা ক্যানভাসে নিজের মনের মত করে বুদ্ধের ছবি এঁকে নুসরত ক্যাপশনে লিখেছেন, “The world needs more colours”, অর্থাৎ পৃথিবীর আরও রঙ দরকার।

 

 

View this post on Instagram

 

A post shared by Nusrat (@nusratchirps)

site