বলিউডের (Bollywood) একের পর এক ছবির বিরুদ্ধেই উঠেছে হিন্দু ধর্মকে অবমাননা করার অভিযোগ। অক্ষয় কুমারের ‘লক্ষ্মী’ (laxmi) থেকে সইফের ছবি ‘একে ভার্সেস একে'(ak vs ak) নেটিজেনদের একাংশের দাবী লাগাতার হিন্দুদের ভাবাঘাতে আঘাত এনেছে এই ছবিগুলি। এবার এই কথা মাথায় রেখেই বলিউডে গান গাওয়া থেকে মুখ ফেরালেন তরুণী গায়িকা মৈথিলী ঠাকুর।
কুড়ি বছর বয়সী গায়িকা মৈথিলী ঠাকুর (maithili thakur)। লোকসঙ্গীত গেয়ে সম্প্রতি বেশ জনপ্রিয়তা পেয়েছেন। এবার তিনি নিজের বড় সিদ্ধান্তের জন্য উঠে এসেছেন সংবাদের শিরোনামে। এত অল্প বয়সেই তিনি তার সিদ্ধান্তে অনড়। বলিউডে গান গাওয়ার সুযোগ পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন মৈথিলী। তার এই সিদ্ধান্তের পেছনে আসল কারণ হল,তার বলিউডের উপর রাগ।
তার বক্তব্য হিন্দু ধর্ম ও রাষ্ট্রকে নিরন্তর অবমাননা করে চলেছে বলিউড। সেই কারণেই বেশ কিছু লোভনীয় প্রস্তাব পেয়েও তিনি ফিরিয়ে দিয়েছেন। তবে তিনি বলিউডে গাইবেন না ঠিকই কিন্তু নিজের গান কোনোভাবেই বন্ধ করছেন না মৈথিলী। লোকসঙ্গীত সহ নিজের গানের চর্চা তিনি ঠিকই চালিয়ে যাবেন। কিন্তু কোনোদিনই বলিউডে পা রাখবেন না বলেই সাফ জানান মৈথিলী ঠাকুর।