হিন্দি ছবির জগৎ বলিউড (Bollywood) নিয়ে চর্চার শেষ নেই। বলিউডের অভিনেতা অভিনেত্রীদের সিনেমার জগতের বাইরের সম্পর্ক নিয়েও আলোচনা চলে সর্বদাই। আসলে প্রিয় হিরো হিরোইনের সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে কার না আগ্রহ থাকে। বলিউডের অভিনেত্রী মানেই সুন্দরী এ তো সকলেই জানে।
বহু অভিনেত্রীদের সম্পর্ক নিয়ে কতই না গুঞ্জন রটে, আবার অনেকের বিয়ের খবরও মেলে। কিন্তু জানেন কি কিছু অভিনেত্রী এমনও রয়েছেন যারা রূপের দিক থেকে মাত দেবেন ঐশ্বর্য রাইকেও। অথচ এই সমস্ত বলিউড অভিনেত্রীরা আজ অবিবাহিত রয়ে গিয়েছেন। আসুন এবার সেই সমস্ত অভিনেত্রীদের সম্পর্কে জেনে নেওয়া যাক।
১. নেহা মেহতা (Neha Mehta)
তারকা মেহতা কা উল্টা চশমা নামক জনপ্রিয় হিন্দি সিরিয়ালের অভিনেত্রী নেহা মেহতা। বেশিরভাগ লোক তাকে অঞ্জলি মেহতা নামেই চেনেন। গুজরাটের মেয়ে নেহা, বাবা হলেন এক জন লেখক। বাবার থেকেই অভিনয় জগতে আসার অনুপ্রেরণা পান। ‘ডলার বহু’ নামক সিরিয়াল দিয়ে পথ চলা শুরু করেছিলেন। এরপর ধীরে ধীরে নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী। অভিনেত্রীকে দেখে বোঝা মুশকিল যে অভিনেত্রীর বয়স ৪১। বয়স বাড়লেও এখনো পর্যন্ত বিবাহ করেননি অভিনেত্রী।
২.সাক্ষী তানওয়ার (Sakshi Tanwar)
বলিউডের অভিনেত্রী সাক্ষী তানওয়ার। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সাথেও ছবি করেছেন। অভিনেত্রীর গায়ক বিশাল দাদলানির সাথে বিয়ে ঠিক হয়েছিল। এমনকি এনগেজমেন্ট পর্যন্ত হয়ে গিয়েছিল, কিন্তু কোনো এক অজানা কারণে সেই বিয়ে ভেঙে যায়। এরপর থেকে আর বিয়ে করেননি অভিনেত্রী। বর্তমানে অভিনেত্রীর বয়স ৪৬ হলেও, এখনও অবিবাহিত রয়েছেন অভিনেত্রী।
৩. জিয়া মানেক (Giaa Manek)
হিন্দি সিরিয়ালের বিখ্যাত অভিনেত্রী জিয়া। হিন্দি সিরিয়াল সাথ নিভানা সাথিয়া সিরিয়ালে গোপী বহু চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। শোনা যায় সিরিয়ালে কিছু ঘনিষ্ঠ মুহূর্তের শুটিংয়ের কথা বলা হলে অভিনেত্রী শো ছেড়ে দেন। বর্তমানে অভিনেত্রীর বয়স ৩৪ বছর. কিন্তু, এখনো অবিবাহিত রয়েছেন অভিনেত্রী।
৪. শিল্পা শিন্দে (Shilpa Shinde)
জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘ভাবি জি ঘর পর হে’ সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শিন্দে।সিরিয়ালে ভাবি জির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। পরে পেমেন্ট সংক্রান্ত গোলমালের কারণে শো ছেড়ে দেন অভিনেত্রী। এছাড়াও আরো অনেক সিরিয়ালে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ৪৩ বছরের শিল্পা, এখনও অবিবাহিত রয়েছেন।