আজকের ডিজিটাল যুগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মত ইন্টারনেট ও একটি খুব দরকারি জিনিস হয়ে উঠেছে। লকডাউনের সময় থেকে ওয়ার্ক ফর্ম হোম (Work From Home) ও পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাস চালু হওয়ায় ইন্টারনেটের চাহিদা তুঙ্গে। কিন্তু অনেক জায়গাতেই ইন্টারনেটের বেহাল পরিস্থিতি। আবার অনেক ক্ষেত্রে লকডাউনে আর্থিক ক্ষতির পরে ইন্টারনেটের খরচ জোগাতে সমস্যা হচ্ছে। এবার জনসাধারণের সুবিধার্থে দেশে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেবার কথা ঘোষণা করলেন রবিশঙ্কর প্রাসাদ। বুধবার প্রাধান্মনরেই নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর, সন্তোষ গঙ্গোয়ার ও রবিশঙ্করের মত মন্ত্রীরা। সেখানেই সারা দেশে বিনামূল্যে Wi-Fi পরিষেবা দেবার কথা ঘোষণা করা হয়।
নতুন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে পিএম ওয়াইফাই (PM Wifi)। এই প্রকল্পের জন্য খোলা হবে পাবলিক ডেটা অফিস যার জন্য লাগবে না কোনো লাইসেন্স। আগামী সাত দিনের মধ্যেই ডেটা অফিস তৈরী থেকে শুরু করে ডেটা এগ্রিগেটর ও অ্যাপি তৈরির জন্য প্রয়োজনীয় সম্মতি মিলবে সরকারের তরফ থেকে এমন তাই জানানো হয়েছে। এমনকি লাক্ষাদ্বীপ ও বাদ পড়বে না এই প্রকল্প থেকে। ফাইবারের মাধ্যমে ওয়াইফাই পৌঁছে যাবে সেখানেও।
আত্মনির্ভর ভারত গড়ার লক্ষেই এই ফ্রি ওয়াইফাই পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার। ২০২৩ সালের মধ্যে সারা দেশে এই পরিষেবা চালু হয়ে যাবে। এই প্রকল্পের জন্য ২২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যার ফলে প্রায় ৫৮ লক্ষেরও বেশি কর্মচারীরা উপকৃত হবেন। এছাড়াও এদিনের বৈঠকে ইপিএফ নিয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০০০ জনের বেশি কর্মী রয়েছে এমন সংস্থার ইপিএফের ২৪ শতাংশ এবার থেকে সরকার দেবে।