আজকাল নেট দুনিয়ায় প্রতিযোগিতা ব্যাপক বেড়েছে। এক টেলিকম কোম্পানি আরেকটিকে টক্কর দিতে সবসময়ই নিয়ে আসছে নিত্য নতুন প্ল্যান। আর মানুষের হাতে এত কম টাকায় নেট পরিষেবা পৌঁছে দিয়েছিল জিও-ই।নিত্যদিনই জিওর তরফ থেকে একাধিক অফার ঘোষণা করতে দেখা যায় রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানিকে।
এবার বড় ঘোষণা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি। তিনি জানান ২০২১ সালের মাঝামাঝি সময়েই ভারতে জিও নিয়ে আসতে চলেছে 5G পরিষেবা। এদিন ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে’ বক্তব্য রাখার সময় মুকেশ আম্বানি জানান ভারতে 5G পরিসেবা চালু করার সময় চলে এসেছে। তিনি জানান প্রাথমিক পর্যায়ে এর দাম কম রাখা হবে এর পাশাপাশি এটিকে সহজলভ্য করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হবে আগামী দিনে।
তিনি জানান আগামী দিনে জিওর এই 5G পরিষেবা বিপ্লব নিয়ে আসবে৷ আগামীদিনে ২০২১ সালের মধ্যেই জিও-র এই পরিষেবা দেশের কোনায় কোনায় পৌঁছে যাবে। উন্নত টেকনোলজি ও আরও ভালো পরিষেবা প্রদান করবে জিও। প্রথমে এই পরিষেবার দাম কম ও সহজলভ্য করা হবে। এছাড়াও তিনি জানান, পরিষেবাটি রয়েছে সেটি ভারতকে আত্মনিয়োগ গড়ে তুলতে সহায়ক হবে।