আমাদের চারপাশে প্রতিদিনই কিছু না কিছু ঘটে চলেছে। বাড়ির কাছের থেকে শুরু করে পৃথিবীর দুরস্ত প্রান্তে পর্যন্ত প্রতিদিন হাজারো ঘটনা ঘটে চলেছে। আর এই সমস্ত ঘটনার মধ্যে কিছু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পরে প্রতিনিয়ত। হাসির ভিডিও থেকে শুরু করে অবাক করে দেবার মত জিনিস দেখা যায় এই ভাইরাল ভিডিওতে (Viral Video)।
কখনো হাইওয়েতে বাস দাঁড় করিয়ে কলা চুরি, তো কখনো ভয়ঙ্কর দুটি প্রাণীর মধ্যে লড়াই দেখা যায় এই সমস্ত ভাইরাল ভিডিওতে। শুধু যে পশু পাখি থাকে তা নয়, অনেক সময় কিছু মানুষের অসাধারণ প্রতিভা দেখারও সুযোগ মেলে সোশ্যাল মিডিয়ার দৌলতে। যেমন ধরুন কোনো খালি গলায় অসাধারণ গান করছে তো কেউ মুখ দিয়েই নানান জীব জন্তুর আওয়াজ বের করতে পারে। এবার সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা হল গা শিউরে ওঠার মত একটি ভিডিও।
সাপ নাম শুনলেই অনেকে ভয়ে সিঁটিয়ে যান। আর সাপ যদি হয় পাইথন তাহলে তো আর কথাই নেই! দৈত্যাকার এই সাপ বনের ছোট থেকে বড় সমস্ত প্রাণীদেরকেই নিজের খাদ্য হিসাবে গ্রহণ করতে সক্ষম। নিজের শিকারকে পেঁচিয়ে ধরে চাপ দিয়ে মেরে ফেলে পাইথন। তারপর তাকে আস্ত গিলে খেয়ে নেয়। ভিডিওতে এই ঘটনারই পুনরাবৃত্তি দেখা গিয়েছে। এবার পাইথন একটি বানরকে তার শিকার বানিয়েছে। বানরটিকে আস্ত গিলে খাচ্ছে পাইথনটি।
গা শিউরে ওঠার মত এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হলে তা ভাইরাল হয়ে পড়েছে মুহূর্তের মধ্যে। ইতিমধ্যেই ভিডিওটিতে ১৫ লক্ষেরও বেশি দর্শক হয়ে গিয়েছে। ভিডিও দেখে অনেকেই নিজের ভয় পাবার কথা শিকার করেছেন কমেন্টে।
https://youtu.be/nn-vPtpFveM