• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পান্তা ভাতে কুন্ডু দুর্দান্ত নাচের সাথে রান্নাতেও বেশ পারদর্শী, ভিডিও ভাইরাল নেটপাড়ায়

Published on:

বাংলার জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো (Dance Reality Show) ডান্স বাংলা ডান্স । কিছু বছর আগে জনপ্রিয় শুধুমাত্র কচিকাঁচাদের নিয়ে ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র (Dance Bangla Dance Junior)’ হয়। যা বিশাল জনপ্রিয়তা লাভ করেছিল বাঙালিদের মধ্যে। ছোট ছোট খুদেদের নাচ দেখতে মিস করতেন না কোনো বাঙালিই। সেই শোতেই এক মিষ্টি ছোট্ট মেয়েকে দেখা গিয়েছিল নাচতে। শো এর জাজ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ছোট্ট দীপান্বিতাকে ভালোবেসে নাম দিয়েছিলেন পান্তা ভাতে কুন্ডু। এর পর থেকেই পান্তা ভাতে কুন্ডু নামেই পরিচিত হয়ে পরে ছোট্ট মেয়েটি।

আজ অনেক বছর কেটে গিয়েছে এই ঘটনার পর। আজ মানুষের মনে রয়েছে পান্তা ভাতে কুন্ডু। তবে, এখন সে অনেক বড় হয়ে গিয়েছে। দীপান্বিতার নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। সকলের প্রিয় দীপান্বিতা এখন রান্নাবান্না করতে শিখে গিয়েছে। সম্প্রতি নিজের ইউটিউবে চ্যানেলে রান্নার একটি ভিডিও শেয়ার করেছে পান্তা ভাতে কুন্ডু ওরফে দীপান্বিতা।

শেয়ার করা রান্নার ভিডিওতে চিকেনের একটি পদ রান্না করে দেখিয়েছে দীপান্বিতা। ভিডিওর শুরুতেই দীপান্বিতা জানায় যে চিকেন তার খুবই পছন্দের খাবার। যদিও মা তাকে সেভাবে রান্না ঘরে ঢুকতে দেন না তবে, এবার সে রান্না শিখে নিয়েছে ও রান্না করার জন্য প্রস্তুত। দীপান্বিতা চিকেনের যে রান্নাটি করেছে সেটি হয়তো তেমন স্পেশাল নয়। তবে প্রিয় পান্তা ভাতে কুন্ডুর রান্না বলে কথা তাই সাধারণ রান্নার এই ভিডিওটি বেশ স্পেশাল হয়ে গিয়েছে দর্শকদের কাছে।

রান্নার ভিডিওতে পাকা রাধুনীদের মতোই সমস্ত মশলাপাতি আলাদা আলাদা করে বলে রান্না শুরু করেছে দীপান্বিতা। সুন্দরভাবে রান্নার উপকরণ থেকে পদ্ধতির বর্ণনা দিয়ে রান্না শেষ করে দেখিয়েছে দীপান্বিতা। আপনিও যদি দীপান্বিতার সেই রান্নার ভিডিও দেখতে চান তাহলে দেখে নিতে পারেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥