বলিউড (Bollywood) অভিনেতা সালমান খানের (Salman Khan) ছবি ‘বজরঙ্গি ভাইজান’ মনে আছে! এই ছবি তোলপাড় করে দিয়েছিল ভারত পাকিস্তানের মত দুই দেশে। এর মধ্যে কেটে গেছে পাঁচ পাঁচটা বছর। এই সিনেমায় সলমন খান, করিনা কাপুর, নওয়াজ উদ্দিন সিদ্দিকী বাদেও দর্শকদের মন কেড়েছিল ছোট্ট মুন্নি। ছোট্ট মুন্নি কথা না বলেই শুধু মাত্র অভিনয়ের জাদুতে গোটা দেশের মানুষের মন জিতে নিয়েছিল মুন্নি।
২০১৫ সালের পর্দার মুন্নি ওরফে হর্ষালি মালহোত্রা (Harshaali Malhotra) , এখন কিশোরী। আজকাল সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় মুন্নি অর্থাৎ হার্ষালি মালহোত্রা। হার্ষালি প্রায়শই নিজের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে। যা বেশ ভাইরাল হয়ে পরে শেয়ার হওয়া মাত্রই। এই যেমন হার্ষালি সম্প্রতি একটি ছবি শেয়ার করেছে, যেখানে সাঁতার কাটতে দেখা যাচ্ছে হার্ষালিকে। ছবি শেয়ার করে হার্ষালি লিখেছেন, ‘এখানে যদি কোনো জাদু থাকে তাহলে তা এই জলের মধ্যেই আছে’।
হার্ষালির এই ছবিটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবার পর থেকে বেশ ভাইরাল হয়ে পড়েছে। ইতিমধ্যেই ছবিতে ২৬ হাজারেরও বেশি লাইক পরে গিয়েছে। আসলে হার্ষালির ছোট বেলা অর্থাৎ মুন্নির অভিনয়ের জেরে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হার্ষালি। যে কোনো ছবি পোস্ট করলেই তা ভাইরাল হতে বেশি দেরি লাগে না।
View this post on Instagram
প্রসঙ্গত, কিছুদিন আগেই হার্ষালি ছুটিতে গিয়ে ছিলেন। ঘুরতে গিয়ে কিছু ছবি শেয়ার করেছিল হার্ষালি অনুগামীদের সাথে। সাথে কিছু মজার মুহূর্তের ভিডিও শেয়ার করেছিল। যা ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে।