• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিকিনি পরে হাজির হলেন সিরিয়ালের পার্বতী! ছবি শেয়ার হতেই তীব্র কটাক্ষের মুখে অভিনেত্রী

জনপ্রিয় টিভি সিরিয়াল (Serial) অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়া (Sonarika Bhadoria)। অভিনেত্রী ‘দেবও কে দেব মহাদেব’ সিরিয়ালে পার্বতীর চরিত্রে অভিনয় করেছেন। নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী নিজের অভিনয়ের জগতে কেরিয়ার শুরু করেছিলেন ২০০১১ সালে ‘তুম দেনা সাথ মেরা’ সিরিয়ালের মধ্যে দিয়ে। এছাড়াও ‘ইশক মে মারযাওয়া’ ও ‘দাস্তানে মোহাব্বত সালাম আনারকলি’ সিরিয়ালে অভিনয় করেছিলেন।

   

তবে, মানুষের মনে অভিনেররির মহাদেব সিরিয়ালের পার্ব্বতী রূপ গেঁথে গিয়েছে। অনেকেই সোনারিকাকে তার আসল নাম কম সিরিয়ালের পার্বতী হিসাবে বেশি চেনেন। অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়, মাঝে মধ্যেই নিজের নানান রকম ছবি শেয়ার করে অনুগামীদের মাতিয়ে রাখেন। তবে, আসল কথা হল অভিনেত্রী কিন্তু বেশ হট আর তার ছবি গুলি দেখলে সেটা আর আলাদা করে বলতে লাগে না। মূলত ওয়েস্টার্ন ড্রেস পরে অভিনেত্রীর বোল্ড ছবি পুরুষ ভক্তদের ঘুম ওড়ানোর জন্য কফি।

সম্প্রতি অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি শেয়ার করেছিলেন। যেখানে বিকিনি পরে রয়েছেন অভিনেত্রী। আগেই বলেছি অভিনেত্রীকে অনেকেই তার আসল নামে কম পার্বতী হিসাবে বেশি চেনে। সিরিয়ালের পার্বতীর এধরনের বিকিনি পড়া ছবি দেখে বেজায় ক্ষুদ্ধ  নেটিজেনরা। বিকিনি পরে ছবি দেওয়াই অভিনেত্রীকে নানা রকম কটূক্তি থেকে কটাক্ষের শুরু হয়।

এই কটাক্ষের বিরুদ্ধে চুপ নাথেকে জবাব দিয়েছেন অভিনেত্রী। তার মতে, ‘আমরা কোন সমাজে বাস করছি বুঝতে পারছিনা। পশ্চিমের দেখগুলিতে লোকেরা তো শরীরের জন্য লড়াই করছে আর এদিকে আমাদের দেশের মেয়েদের তো বিকিনি পড়া অপরাধের সমান হয়ে দাঁড়িয়েছে।

site