আজকাল অনেক ভিডিও ভাইরাল (Viral Video) হয় সোশ্যাল মিডিয়াতে। তাদের মধ্যে অনেক কিছুই থাকে দেখার মত। কখনো মানুষ তো কখনো পশু পাখিদের আজব সব কান্ড করাখানা দেখা যায় এই ভিডিওগুলির মাধ্যমে। বিশেষত পশু পাখিদের কাজ সত্যি আজব হয়। কখন কার সাথে যুদ্ধে লেগে পরে তো আবার বাস্তবেই কখনো বাঘে গরুতে একসাথে জল খায়। এই ধরণের ভিডিও গুলি দেখলে মন ভালো হয়ে যায়।
এবার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দুটি ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে বন্ধুত্ব দেখা গেছে। ইন্ডিয়ান ফরেস্ট রিজার্ভ অফিসার সুশান্ত নন্দ তার সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও টি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে দুটি ছোট প্রাণীদের। একটি জেব্রা ও অন্যটি একটি ছোট্ট হাতি। আজব ব্যাপার হল জেব্রার সাথে বন্ধুদের মত খেলা করছে ছোট্ট হাতিটি। নিজের শুঁড় দিয়ে আলিঙ্গন করছে জেব্রাটিকে।
আইএফএস সুশান্ত নন্দ ভিডিওটি শেয়ার করে লিখেছেন, বন্ধুত্বের মধ্যে কোনো বেঁচে থাকার সংঘর্ষ নেই। বরং এটা সেই বিষয় যা বেঁচে থাকার আলাদা মূল্যই দেয়। ভিডিওটি শেয়ার করার পর ধীরে ধীরে ভাইরাল হয়ে পড়েছে ভিডিওটি। ইতিমধ্যেই দর্শকের সংখ্যা চাপিয়েছে ১০০০০। দুটি ভিন্ন প্রাণীর মধ্যে বন্ধুত্বের নিদর্শনের এই ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা।
Friendship has no survival value; rather it is one of those things that give value to survival???? pic.twitter.com/XvFY8HsbLN
— Susanta Nanda (@susantananda3) December 2, 2020