মিশরের একটি পিরামিডকে ব্যাকগ্রাউডে রেখে ফটোশ্যুটে মেতেছিলেন এক মডেল এবার ফটোগ্রাফার। এবার অশ্লীল ফটোশ্যুটের অভিযোগে মিশরে গ্রেফতার হয়েছেন হুসেন মোহাম্মদ নামক ফোটোগ্রাফার। তাঁর বিরুদ্ধে জোজার পিরামিড নামে একটি প্রত্নতাত্ত্বিক স্থানে প্রাচীন পোশাক পরে এক মডেলের সেক্সি ছবি তোলার অভিযোগ রয়েছে। এই ছবিতে মডেলটি ফেরাও স্টাইলের সেজেছিলেন।
মিশরের ফ্যাশন মডেল সালমা এল-শিমি এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর থেকেই হৈ চৈ শুরু হয়। অনেকে সালমার এই ফটোশুটের সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেছেন। অনেকেই জানতে আগ্রহী ছিল যে এখানে ছবি ক্লিক করা যায় কিনা।
এই ফটোশুট হয়েছে সাকারা নেক্রোপলিসে। এই জায়গাটি মিশরের রাজধানী কায়রো থেকে তিরিশ কিলোমিটার দূরে। এই জায়গাটিকে ইউনেস্কো একটি বিশ্ব হেরিটেজ হিসাবে স্থান দিয়েছে।
সূত্রের খবর, সালমা বলেছেন যে তিনি জানতেন না যে অনুমতি ছাড়া প্রত্নতাত্ত্বিক সাইটে ফটোগ্রাফির অনুমতি নেই। সোশ্যাল মিডিয়ায় এমন কিছু গুজবও ছিল যে সালমাও এই শুটের পরে গ্রেফতার হয়েছে। তবে তা কেবল রটনা।