মঙ্গলবার রাতেই উত্তর প্রদেশের (Uttar pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi adityanath) সঙ্গে বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার । মুম্বইয়ের ট্রিডেন্ট হোটেলে নৈশ ভোজ সারেন যোগী-অক্ষয়৷ সূত্রের খবর, বৈঠকে অক্ষয়ের আসন্ন ছবি ‘রামসেতু’ নিয়েই চলে দীর্ঘ আলোচনা। অভিষেক শর্মা পরিচালিত এই ছবিটি রাম সেতুর দীর্ঘ ইতিহাস নিয়ে তৈরি হবে। যোগী আদিত্যনাথ নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে অক্ষয়ের সঙ্গে ছবি পোস্ট করতেই শুরু হয় জল্পনা।
এর আগেও বিজেপির বিভিন্ন প্রকল্প নিয়ে সিনেমা করেছেন বলিউডের অক্কি। তাই তাকে অনেকেই ‘দ্য পোস্টারবয় অব ন্যাশনালিজম’ বলেও ডাকেন। এখন রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন এবার কি তবে রাজনীতিতে নাম পা দিতে চলেছেন অক্ষয় কুমার?
এদিকে দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন নিয়ে ভাষণ দেওয়ার সময় তার হাতে ছিল আরএসএসের পতাকা। ২০০৮ সালে প্যাডম্যান ছবির প্রচারে গিয়েই প্রকাশ্যে গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছিলেন তিনি। অন্যদিকে তার আসন্ন ছবি ‘রামসেতু’ নিয়েও ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল জল্পনা।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কয়েকদিনের জন্য মুম্বই এসেছেন। সূত্রের খবর, বুধবার যোগী আদিত্যনাথ বলিউডের প্রখ্যাত কয়েকজন পরিচালক ও প্রযোজকের সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন। আলোচনার বিষয়, নয়ডার নতুন ফিল্ম সিটির ভবিষ্যৎ।