• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা সিরিয়ালের এই আজব ঘটনাগুলি ব্যাপক ট্রোল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়

বাঙালি ঘরে সন্ধ্যে হলেই সিরিয়াল দেখা শুরু হয়ে যায়। ছোট থেকে বড় সকলেই সিরিয়াল দেখতে অভ্যস্ত। বাংলা সিরিয়াল (Bengali Serial) গুলিতে নানা ধরণের গল্পের ওপর ভিত্তি করে এই সিরিয়ালগুলি তৈরী হয়। আর সিরিয়ালের কিছু দৃশ্য এমন থাকে যা অসম্ভব তো বটেই, সাথে হাস্যকর। সিরিয়ালের মেলোড্রামার মাঝে এই ঘটনাগুলি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ট্রোল হয়েছে। সাথে প্রচুর মিমও তৈরী হয়েছে এই ঘটনাগুলি নিয়ে। আসুন এবার এই ধরণেরই ৫ টি আজব ঘটনা দেখে নেওয়া যাক যা নিয়ে নেটপাড়ায় ব্যাপক ট্রোলের শিকার হয়েছে বাংলা সিরিয়ালগুলি।

১. সেলোটেপ দিয়ে কাটা মুন্ড

   

প্রথমেই, দেখে নেওয়া যাক স্টার জলসার (Star jalsa) জনপ্রিয় সিরিয়াল ‘কে আপন কে পর’। সিরিয়ালে জবা সর্বদা নিজের পরিবারকে ভালো রাখার চেষ্টা করে। কিছুদিন আগেই জবা কাঁচি দিয়ে বোমা নিষ্ক্রিয়  করেছিল। যার ফলে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ট্রলার শিকার হয়েছিল। কিন্তু, এর পর জবা যেটা করে দেখিয়েছে তা কেবল হাস্যকরই নয় সাথে অসম্ভবও বটে। সিরিয়ালে জবার বলি দেওয়া হয় যার ফলে হবার দেন ও মুন্ড আলাদা হয়। এরপর সেলোটেপ দিয়ে মাথা জোড়া লাগিয়ে কবর দেওয়া হয় জবাকে। এখানেই ঘটে মিরাকেল গলায় সেলোটেপ লাগিয়েই বেঁচে ওঠে জবা। এই দৃশ্যের পর জবাকে নিয়ে  সোশ্যাল মিডিয়াতে ট্রোলের বন্যা  বয়ে যায়।

২. স্ক্র্যাব প্যাড দিয়ে চিকিৎসা করছে ডাক্তার 

জী বাংলার সিরিয়াল ‘কৃষ্ণকলি’ সিরিয়ালের এক পর্বে দেখা যায় এক ব্যক্তি হাসপাতালের বেড়ে পরে আছে। তার চিকিৎসার জন্য ডাক্তার হাজির হয়েছেন। কিন্তু  ক্রিটিক্যাল অবস্থায় রোগীকে বাঁচানোর যন্ত্রের বদলে রান্নাঘর বা সিঙ্ক পরিষ্কারের স্ক্র্যাব প্যাড দিয়েই চিকিৎসা করছেন ডাক্তার। এই দৃশ্য দেখে রীতিমত হেসে গড়াগড়ি খেয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়াতেও এই দৃশ্যটিকে নিয়ে ব্যাপক ট্রোল হয়। এমনকি মিম তৈরী হয়েছিল এই দৃশ্যটি নিয়ে।

৩. কানে শুনতে না পেয়েও পাইলট 

কিছুদিন আগেই একটি বাংলা সিরিয়াল তিতলি শুরু হয়েছে। সিরিয়ালের মূল চরিত্র তিতলি কানে শুনতে পায় না। লিপি রিড করেই লোকের কথাবার্তা বোঝে সে। ছোট থেকেই তিতলির স্বপ্ন পাইলট হবার। তাই প্লেন চালানোর ব্যাপারে সবই নাকি তার জানা। আর সৌভাগ্য বশত প্রথম বার প্লেনে চাপতেই প্লেনের পাইলটের হার্ট এট্যাক হয়। পাইলট ছাড়া প্লেন ক্র্যাশ হবার সময় এলে তিতলি সিদ্ধান্ত নেয় প্লেন চালানোর। প্রশিক্ষণ ছাড়াই প্লেন চালিয়ে সেফ ল্যান্ডিং করে তিতলি। এই ঘটনা দেখে ব্যাপক ট্রোলের শিকার হয়েছিল সিরিয়ালের তিতলি।

 

site