রান্নার গ্যাসের (Cooking Gas) দাম প্রতি মাসেই পরিবর্তিত হয়। কেন্দ্রীয় সরকারের তেল প্রস্তুতকারী সংস্থা প্রতি মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম প্রকাশ করে। সেই অনুযায়ী এমাসের অর্থাৎ ডিসেম্বরের গ্যাসের দাম প্রকাশিত হয়েছে। দেখে নিন এমাসের রান্নার গ্যাসের দাম। যা দেখলেই বুঝতে পারবেন এমাসে রান্নার জন্য আপনার খরচা বাড়তে চলেছে নাকি রান্নার খরচা বাঁচতে চলেছে কিছুটা।
যত দিন যাচ্ছে জিনিসপত্রে দাম যেন অগ্নি গর্ভ হয়ে পড়ছে।নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে খাবারের শাক সবজির দাম এতটাই বেড়ে গেছে যে মানুষকে খাবার খাবার আগেও ভাবতে হচ্ছে দুবার। তবে, এই দুর্মল্যায়ের বাজারে রয়েছে একটু খানি স্বস্থির খবর। কারণ, এমাসে রান্নার গ্যাসের দাম বলতে গেলে অপরিবর্তিত রয়েছে।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (IOC) প্রকাশিত ডিসেম্বরের গ্যাসের সিলিন্ডারের দাম প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। প্রকাশিত দাম ও আগের দামের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। যার অর্থ নভেম্বর মাসে যে দামে সাধারণ মানুষ রান্নার গ্যাসের সিলিন্ডার কিনেছিল, ডিসেম্বরেও সেই একই দাম দিয়ে কিনতে হবে গ্যাস সিলিন্ডার।
এই নিয়ে পর পর ৩ মাস রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হল। যেহেতু আগের মাসের দামই থাকছে সেই অনুযায়ী গৃহস্থের বাড়ির ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের জন্য কলকাতা অঞ্চলে দিতে হবে ৬২০ টাকা। এছাড়া পশ্চিমবঙ্গের বাকি অঞ্চলে কিছু কম বেশি রয়েছে গ্যাসের দাম। নিচে বিভিন্ন জেলার গ্যাস সিলিন্ডারের দামের তালিকা দেওয়া হলঃ