একসময়ের জনপ্রিয় বাংলা সিরিয়াল (Serial) ‘পটল কুমার গানওয়ালা’। বাবা হারা এক মিষ্টি মেয়ের বাবাকে খোজ আর গান নিয়েই সিরিয়ালের মূল কাহিনী। গল্পে পটলের চরিত্রে অভনয় করেছিল খুদে অভিনেত্রী হিয়া দে (Hiya Dey)। তবে হিয়াকে তার আসল নামের থেকে পটল নামেই লোকে বেশি চেনে। সন্ধ্যে হলেই মিষ্টি পটলের বাবাকে খুঁজে চলার কাহিনী আর গান প্রতিটা বাঙালিরই মন করেছিল। এমনকি টিআরপির দিক থেকেও বেশ সফল ছিল সিরিয়ালটি।
সিরিয়ালের পটলকে নিশ্চই সকলের মনে আছে! ‘পটল কুমার গানওয়ালা’ সিরিয়ালের পরে এল ছায়া সিরিয়ালে অভিনয় করতে দেখা গেছে ছোট্ট হিয়া কে। তবে বর্তমানে পটল ওরফে হিয়া নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত। কিন্তু পড়াশোনা আর অভিনয়ের ফাঁকে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় ও জনপ্রিয় হিয়া। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রামে হিয়ার অনুগামীর সংখ্যা প্রায় ২০ হাজার ছুঁই ছুঁই। প্রায় প্রতিদিনই নতুন নতুন ছবি থেকে শুরু করে মজার সমস্ত ভিডিও নিজের অনুগামীদের সাথে শেয়ার করে হিয়া।
সম্প্রতি হিয়া নিজের ছবি শেয়ার করেছে সোশ্যাল মিডিয়াতে। ছবি দেখে ‘পটল কুমার গানওয়ালার ‘ সেই ছোট্ট হিয়াকে চেনাই মুশকিল। বয়স বাড়ার সাথে সাথে যেন তড়তড় করে বাড়ছে হিয়ার গ্ল্যামার। তথাকথিত মডেলদেরকে টেক্কা দিতে পারে হিয়ার ছবি। ছবিতে নীল রঙের টু পিস পোশাকে দেখা গেছে হিয়াকে। শেয়ার করা মাত্রই হিয়ার ছবি ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই হাজারখানের লাইক পরে গিয়েছে হিয়ার ছবিতে।
View this post on Instagram