• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফিগার তো নয় যেন যৌবনের ফুলঝুড়ি! ট্রান্সপারেন্ট পোশাকে ঝড় তুললেন রাশমী দেশাই

ভারতীয় টেলিভিশনের অভিনেত্রী (Television Serial Actress) রাশমি দেশাই (Rashmi Desai)। একাধিক হিন্দি সিরিয়ালে (Hindi Serial) অভিনয় করেছেন অভিনেত্রী। ‘নাগিন’, ‘দিল সে দিল তাক’, ‘উত্তরণ’ ইত্যাদি সিরিয়ালে অভিনয় করেছেন অভিনেত্রী। এছাড়াও ‘ঝলক দিক লাজা’, ‘নাচ বালিয়ে’ ও ‘বিগ বস সিজেন ১৩’ রিয়ালিটি শোতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বিশেষত বিগ বসের পর ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন এই অভিনেত্রী।

   

অভিনেত্রী সোশ্যাল লাইফে বেশ সক্রিয়, প্রতিনিয়ত নিজের এক সে এক ছবি দিয়ে অনুগামীদের মাতিয়ে রাখেন অভিনেত্রী। বর্তমানে অভিনেত্রী এক সপ্তাহের জন্য ছুটিটা চেন। লোনাওয়ালাতে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। লকডাউন মহামারী এইসবের কারণে দীর্ঘ দিন ঘরবন্ধী থাকর পর অনেক সেলেবরাই ছুটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অভিনেত্রীও তাদের মধ্যেই একজন। ঘুরতে গিয়ে অভিনেত্রী নিজের কিছু ছবি শেয়ার করেছেন যা দেখে রীতিমত ঘুম উড়েছে অনুগামীদের।

ছবিতে বিকিনি গার্ল রূপে ধরা দিয়েছেন রাশমি। শীতকালে সুইমিং পুলে বিকিনিতে যেন যৌবনের ফুলঝুরি ছুটছে। ট্রান্সপারেন্ট নেটের পোশাকে স্পষ্ট বক্ষযুগল। সাথে পিঙ্ক কালারের বিকিনি যেন শীতকালে উষ্ণতার অনুভূতি জাগিয়ে তুলছে। শেয়ার করার কিছু খানের মধ্যেই তুমুল ভাইরাল হয়ে পড়েছে অভিনেত্রীর বিকিনি লুকস এর ছবি।

তবে এখানেই শেষ নয়। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে গিয়ে রীতিমত চোখ আটকাতে বাধ্য সকলেরই। কখনো লাস্যময়ী রূপের সাথে আবেদন ভরা চোখের চাহনি, তো কখনো ওয়েস্টার্ন ড্রেসে বোল্ড লুক দেখলে ফিদা হবেন যে কেউ।

 

View this post on Instagram

 

A post shared by Rashami Desai (@imrashamidesai)

site