বাঙালি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। অভিনেত্রী বারবার সংবাদ মাধ্যমের শীর্যে উঠে আসেন নিজের ব্যক্তিগত জীবনের কারণে। একটা দুটো নয়, তিন তিন বার বিয়ে করেছেন অভিনেত্রী। তৃতীয় বিয়ের সবে হয়েছে এক বছর পার। কিন্তু এরই মধ্যে তৃতীয় স্বামী রোশান সিংয়ের (Roshan Singh) সাথে সম্পর্কে দেখা দিয়েছে বিচ্ছেদের কালো মেঘ। পুজোর সময় থেকেই স্বামীর থেকে আলাদা থাকছিলেন শ্রাবন্তী, যার ফলে দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা বাড়তে থাকে টলিপাড়ায়।
এরপর হটাৎই শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়া থেকে উধাও হয়ে যায় রোশানের সাথে থাকা সমস্ত ছবি। একই ভাবে রোশানের প্রোফাইল থেকেও রাতারাতি মুছে যায় শ্রাবন্তীর সমস্ত ছবি। এই ঘটনার পরেই তৃতীয় বিবাহ বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। জল্পনা তুঙ্গে উঠতেই অনেকেই কটাক্ষের শুরে বিভিন্ন মন্তব্য করতে শুরু করেছেন অভিনেত্রীকে নিয়ে। কিন্তু সেসবে কান দিতে নারাজ অভিনেত্রী।
সম্প্রতি ‘ফিটনেস এম্পায়ার’ নাম নিজের জিম খুলেছেন অভিনেত্রী। নিজের জিম ও ছেলেকে নিয়েই ব্যস্ত অভিনেত্রী। এবার এই বিবাহ বিচ্ছেদের জল্পনার মাঝেই ছেলে ঝিনুক ওরফে অভিমান্যুকে নিয়েই শেয়ার করলেন ভালোবাসায় ভরা ছবি। আসলে এদিন ছেলের সাথে একটি মিষ্টি সেলফি তুলে তা শেয়ার করেছেন অভিনেত্রী। ছেলের পরনে কি আছে তা ঠিক বোঝা না গেলেও অভিনেত্রী যে একটি কালো রঙের টপের সাথে ব্ল্যাক সানগ্লাস পরে রয়েছেন তা স্পষ্ট।
ছুটির দিনে ছেলের সাথে তোলা ছবি শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘আমি সত্যিই খুব ভাগ্যবান তোমাকে পেয়ে ঝিনুক। মা তোমায় খুব ভালোবসে।’ মা ছেলের এই মিষ্টি ছবিতে ইতিমধ্যেই ৫৪ হাজারেরও বেশি লাইক পরে গিয়েছে।
View this post on Instagram