বলিউড (Bollywood)অভিনেত্রী ঈশা গুপ্ত (Esha Gupta)। ২০১২ সালে ‘জান্নাত’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী। প্রথম ছবিকে কাজ করেছিলেন বলিউডের কিসিং মাস্টার ইমরান হাশমির সাথে। সুপার হিট হয়েছিল ছবি, এর পর আর অভিনেত্রীকে ফিরে তাকাতে হয়নি। এর পর রাজ ৩, হামশাকাল, রুস্তম, কমান্ডো, টোটাল ধামাল ইত্যাদি একেরপর এক ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন অভিনেত্রী। নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে নিজের জায়গা করে নিয়েছেন।
তবে, অভিনেত্রী ঈশা গুপ্ত, যতই দিন যাচ্ছে ততই যেন হটনেস বোমা হয়ে ফাটছেন সোশ্যাল মিডিয়াতে। অভিনেত্রীর ফিগার দেখেই ঘায়েল হচ্ছেন হাজারো অনুগামীরা। একে মারকাটারি ফিগার তার ওপরে অভিনেত্রীর আবেদন ময়ে চেহারা ও চাহনিতে হাজারো পুরুষ হৃদয়ে লেগেছে আগুন।
সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় অভিনেত্রী। প্রায়ই নিজের একাধিক ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। কখনো বিকিনি বেবি তো কখনো ওয়েস্টার্ন হট পোশাকে এসে হাজির হন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই সাহসী ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। কখনো বিনা অন্তর্বাসে ছবি শেয়ার করেছেন।
আবার কখনো সুগভীর বিভাজিকার সাথে সুইমিং পুল থেকে শেয়ার করেছেন ছবি।
অভিনেত্রী নিজেকে ফিট রাখতে যোগাভ্যাস করেন। নিজের যোগ বয়ামের ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে।
অভিনেত্রী মাঝে মিটু আন্দোলনের সময়েও মেয়েদের ওপর হওয়া যৌন হয়রানির বিরুদ্ধে সরব হয়েছিলেন।
অভিনেত্রীকে নিয়ে মাঝে তীব্র সমালোচনাও হয়েছিল। তবে সেসবে ততটা পাত্তা দেননি অভিনেত্রী।
তবে, যে যাই বলুক বলিউডের বাকি অভিনেত্রীদের সাথে ঈশা গুপ্তাও কিন্তু বেশ জনপ্রিয়। অন্তত তার সোশ্যাল মিডিয়াতে পপুলারিটি দেখলে তা স্পষ্ট।