• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাউকে না জানিয়েই হটাৎ বিয়ে করে ফেললেন ‘ত্রিনয়নীর’ অভিনেত্রী শ্রুতি!

বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘ত্রিনয়নীর’ অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। অদ্ভুত ক্ষমতা আছে ত্রিনয়নীর, তৃতীয় নয়ন  দিয়ে ভবিষ্যত দেখতে পায় সে। সিরিয়ালের নিজের দিব্য দৃষ্টি কাজে লাগিয়ে অনেক অঘটনের আগাম পূর্বাভাস পেয়ে যায়  ত্রিনয়নী।  যার ফলে সিরিয়ালে নিজের স্বামীকে বহুবার বিপদের হাত থেকে রক্ষা করেছে। এবার এই সিরিয়ালের ত্রিনয়নীকেই দেখা গেল বধূর সাজে। ছবি শেয়ার হতেই জল্পনা তুঙ্গে, তবে কি বিয়ে করলেন অভিনেত্রী শ্রুতি দাস!

সিরিয়ালের শান্তশিষ্ট ত্রিনয়নী কিন্তু আসলে বেশ প্রানোচ্ছল ও দাপুটেও বটে। অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে প্রায়ই নিজের ছবি ও ভিডিও শেয়ার করেন। কিন্তু এদিন অভিনেত্রী একটি এমন ছবি শেয়ার করেছেন যার পর অভিনেত্রীর বিয়ে নিয়ে শুরু হয়েছে তমুল জল্পনা। অভিনেত্রী শ্রুতি তার ত্রিনয়নী সিরিয়ালেরই পরিচালক স্বর্ণেন্দু  সমাদ্দারের প্রেমে পড়েছেন। অবশ্য পড়েছেন না বলে হাবুডুবু খেয়েছেন বললে ভালো হয়। শেষে নিজেই প্রপোস করেছেন নিজের থেকে ১৪ বছরের বড় পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারকে।

   

দুজনের বয়সের ব্যবধান নিয়ে  চর্চার অন্ত নেই, এমনিকি দুজনের পরিবারও আপত্তি জানিয়েছিল। কিন্তু ওই যে আগেই বলেছি দাপুটে মেয়ে শ্রুতি, তাই নিজের জেড অটল সে। শ্রুতির দাবি, আমাকে সামলানো কোনো পুচকে ছেলের কাজ মোটেও নয়.আমাকে সামলাতে গেলে বাবি তথা স্বর্ণেন্দুর মত একজনের দরকার।

এই সব পর্ব শেষে, সম্প্রতি বাবির সাথে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী। সেখানে গিয়ে একাধিক ছবি শেয়ার করেছেন অনুগামীদের সাথে। কিন্ত বাকি ছবির সাথে একেবারে নববধূর সাজে সিঁথিতে সিঁদুর দিয়ে বাবির সাথে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যার পরেই শুরু হয়েছে জল্পনার, অভিনেত্রী কি বিয়েটা সেরেই ফেললেন! শেয়ার করার পর বেশ ভাইরাল হয়ে পড়েছে তার নববধূ রূপের ছবি।

 

View this post on Instagram

 

A post shared by Shruti Das (@shrutidas_real)

site