• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অন্ধ্রপ্রদেশে গোদাবরী নদীর তীরে জলে ভাসছে সোনা, স্বর্ণলাভের আশায় হাজারো লোকের ভিড়!

Updated on:

সোনার নদীর (Golden River) কথা শুনেছেন? যে নদীতে জলের সাথে ভেসে যায় সোনা। না কোনো রূপকথার গল্প নয়, সত্যি ঘটনা এটি। অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) পূর্ব গোদাবরী নদীর (Godavari River) জলের মধ্যে চকচক করছে সোনা। স্থানীয় বাসিন্দাদের নজরে পড়তেই হুলুস্থুল কান্ড সেখানে। সোনার খোঁজে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ।

জানা যাচ্ছে গোদাবরী নদীর তীরে অন্ধ্রপ্রদেশে নাকি হলুদ রঙের এক ধাতু পাওয়া যাচ্ছে। দেখতে অনেকটা সোনার মত, যদিও সোনা কিনা তা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। স্থানীয় মানুষদের মতে প্রতিবার বড়ধরণের ঝড় বা দুর্যোগের পরে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী দিয়ে ভেসে যায় মূল্যবান রত্ন ও সোনার মত ধাতু। নদীর জলস্তর কমলে খোঁজ পাওয়া যায় সেই মূল্যবান ধাতু ও রত্নের।

এবারেও নাকি তেমনটাই ঘটেছে। যেমনটা জানা যাচ্ছে পূর্ব গোদাবরীরর ইউ কোটাপাল্লিমন্ডলের বেশ কিছু মৎস্যজীবীরা নদীর তীরে সোনার খোঁজে গিয়েছিলেন। তারা নাকি সোনার কিছু টুকরো পেয়েওছেন। অবশ্য সেগুলি সোনা নাকি অন্য কোনো চকচকে ধাতু তা এখনো নিশ্চিত রূপে জানা যায়নি।

তবে, সোনা পাওয়া যাচ্ছে শুনে এলাকার স্থানীয় বাসিন্দাদের ভিড় উপচে পড়েছে নদীর তীরে। সাথে রয়েছে কিছু মানুষের বিশ্বাস যে নদীতে ঝড়ের পরে সোনা ভেসে যায়। সব মিলিয়ে হুলুস্থুল কান্ড অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর তীরে। অন্ধ্রপ্রদেশে প্রশাসনের তরফে তদন্ত শুরু করা হয়েছে। চকচকে ধাতু আদৌ সোনা কিনা তা জানার চেষ্টা চলছে।

https://twitter.com/Ashi_IndiaToday/status/1332678349416587266

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥