• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ইন্ডিয়ান আইডলের’ প্রতিযোগীর কণ্ঠ শুনে কেঁদেই ফেললেন নেহা কক্কর, সাথে দান করলেন ১ লক্ষ টাকা

Published on:

বলিউডের (Bollywood )গায়িকা নেহা কক্কর (neha kakkar)। কিছুদিন আগেই বিয়ে ও হানিমুন সেরেছেন। এবার ইন্ডিয়ান আইডলের (indian idol) বিচারকের আসনে ফিরেই চমকে দিলেন জনপ্রিয় গায়িকা নেহা কক্করের। এক প্রতিযোগীর সমস্যার কথা শুনে, তার ধার শোধের জন্য ১ লক্ষ টাকা দিলেন নেহা কক্কর।

ইন্ডিয়ান আইডল হল এমন একটি রিয়ালিটি শো যেখানে অসংখ্য প্রতিযোগী অনেক স্বপ্ন নিয়ে আসেন। এরখমই এক প্রতিযোগী হলেন জয়পুরের শাহজাদ আলী। জব্বলপুরের এক ছোট কাপড়ের দোকানে কাজ করে কোনোমতে জীবিকা নির্বাহ করেন শাহজাদ। প্রথাগত সংগীত শিক্ষা পাননি শাহজাদ, বুক ভরা স্বপ্ন থাকলেও ছিল না তা পূরণের সামর্থ। মাথার ওপর পাকা ছাদটুকু নেই, ইন্ডিয়ান আইডলে এসেছেন অনেক আশা করে জিতলে পাকা বাড়ি করবেন।

ইন্ডিয়ান আইডলে এসে পৌঁছানোটাও খুব একটা সহজ ছিল না। শাহজাদের ঠাকুমা ৫ হাজার টাকা ধার করেছে তাকে ইন্ডিয়ান আইডলের মঞ্চে পৌঁছে দেবার জন্য। এদিকে শাহজাদের   কণ্ঠে গান শুনে মুগ্ধ বিচারকেরা। শাহজাদের সমস্যার কথা শুনে চোখের জল ধরে রাখতে পারেননি নেহা কক্কর। বাকি বিচারকেরাও শাহজাদের জন্য সংগীত গুরুর ব্যবস্থা করে দেবার  প্রতিশ্রুতি দেন।

এর সাথে গায়িকা নেহা কক্কর সিদ্ধান্ত নেন, শাহজাদকে ১ লক্ষ টাকা দেবার। ধার করা ৫ হাজার টাকা শোধ করে বাকি টাকা থাকবে শাহজাদের কাছে যা দিয়ে হয়তো কিছু সমস্যা দূর হবে। বিচারকদের থেকে নিজের গানের প্রশংসা ও নেহা কক্করের কাছ থেকে ১ লক্ষ টাকা সাহায্য পেয়ে ভীষণ খুশী শাহজাদ। নিজের খুশিকে  ভাষায় প্রকাশ করার মত শব্দ খুঁজে পায়নি শাহজাদ। তবে, সে বলেছে সমস্ত কিছু শুনে ঠাকুমা আমার জন্য গর্বিত হবে। তবে

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥