সোশ্যাল মিডিয়াতে রোজই কিছু না কিছু ভাইরাল হচ্ছে । হাসি মজার ভিডিও থেকে শুরু করে, পশু পাখিদের কাণ্ড কারখানা কত কি দেখার মত ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে । আবার প্রকিতির কিছু অদ্ভুত নিদর্শনের ভিডিও ভাইরাল হয় মাঝে মধ্যে। যে ভিডিওগুলিতে স্বাভাবিক ঘটনাগুলির ব্যাতিক্রম দেখা যায় । এবার এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে ।
ভিডিওতে দেখা যাচ্ছে জলের মধ্যে আগুন জ্বলছে (Water Catching Fire) । হ্যাঁ, ঠিকই শুনেছেন জলে আগুন জ্বলছে । সাধারনত জল আগুন নেভানোর কাজে লাগে। কিন্তু ভিডিওতে তার উল্টোটাই দেখা যাচ্ছে। ভিডিওতে এক মহিলা তার বাড়ির জলের নলে লাইটার নিয়ে যেতেই দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। ভিডিওটি চীনের লিয়াওনিং প্রদেশের পাঞ্জিন শহরের, ওয়েন নামের এক স্থানীয় মহিলা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
ওয়েন স্থানীয় জলের দফতরে ও সংবাদ মাধ্যমকে বিষয়ে জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন গ্রীষ্মের সময় থেকেই এই ধরণের ঘটনা ঘটছে। খাবার বাসন পত্র থেকে হাত মুখ ধোবার পরেও কেমন চ্যাট চ্যাট করত পুরোপুরি শুকাতো না। বর্তমানে সেই এলাকার জল সাপ্লাই বন্ধ রয়েছে।
যেমনটা জানা যাচ্ছে, সিইং নামক গ্রামে রয়েছে এই জলের উৎস, সেখান থেকেই গভীর ভূগর্ভস্থ জলের সরবরাহ করা হয়। জলের স্তরের সাথে কিছু পরিমান প্রাকৃতিক গ্যাস মিশে গেছে। কারণ জল তোলার সময়ই নাকি প্রাকৃতিক গ্যাসের স্তরে ফাঁক হয়ে যায় যার ফলে এই বিপত্তি ঘটে। যদিও গ্রামবাসীদের দাবি এই সমস্যা নতুন নয়, বছরের পর বছর ধরেই নাকি এই সমস্যা চলে আসছে।
Videos of flammable tap water in Panjin, NE China's Liaoning have gone viral. The odd scene is caused by natural gas infiltration due to temporary underground water supply system error, which is now shut down. Normal supply has resumed. Further probe will be conducted: local govt pic.twitter.com/a5EOA5SATU
— People's Daily, China (@PDChina) November 24, 2020