বিগত কিছুদিন ধরেই পেজ থ্রি-র শিরোনামে বারবার উঠে এসেছে নেহা কক্করের (Neha Kakkar) নাম। বলিপাড়ার নয়া সেনসেশন এখন নেহা কক্কর। চলতি বছরের অক্টোবপর মাসেই বিয়ের শুভ কাজটি সেরেছেন এই গায়িকা। বিয়ের আগে সোশ্যাল মিডিয়াতে নিজেই ইঙ্গিত দিয়েছিলেন। তবে সেটা আদৌ বিয়ের ইঙ্গিত নাকি রিয়ালিটি শো এর টিআরপির জন্য তা বুঝতে পারছিলেন না অনেকেই। কারণ এর আগে টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শোতে গুঞ্জন উঠেছিল উদিত নারায়ণ পুত্র আদিত্য নারায়ণের সাথে বিয়ে করতে চলেছেন তিনি। টিভিতে শো চলাকালীনই এর ইঙ্গিত মিলেছিল। কিন্তু পরে জানা যায় সবটাই ছিল টিআরপির লোভে।
তবে, এবার আর কোনো সস্তার টিআরপি নয়, সোজা বিয়ে করেই ফেললেন নেহা কক্কর। পাঞ্জাবি গায়ক রোহানপ্রীত সিংকে (Rohanpreet Singh) বিয়ে করলেন নেহা। বিয়ের মেহেন্দি থেকে শুরু করে সাতপাকে ঘোরা, রিসেপশন এমনকি হানিমুনের পর্যন্ত ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন নেহা। সেখানেও বাধে আরেক মুশকিল, বলিউডের গানের মত বিয়ের পোশাকও নাকি রিমেক করেছেন গায়িকা নেহা কক্কর। তবে সে কথায় তেমন কান দেননি নেহা। বিয়ে পর নতুন বরের সাথে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন নেহা।
দুবাইতে হানিমুনে গিয়েছিলেন নেহা। সেখান থেকেও ছবি ও ভিডিও শেয়ার করেছেন। এবার আবারো অনুগামীদের জন্য একটি ভিডিও শেয়ার করেছেন নেহা কক্কর। আসলে দেখতে দেখতে বিয়ের এক মাস কেটে গেছে, তাই প্রথম মাসের এনিভার্সারি পালন করেছেন নেহা-রোহানপ্রীত। ভিডিওতে দেখা যাচ্ছে বেলুন হাতে ঘরে ঢুকছেন নেহা ও তার বর রোহানপ্রীত। ঘরে ঢুকে জানলার দিকে দৌড়ে গিয়ে বাইরের প্রকৃতি দেখে এসেই রোহানপ্রীতকে জড়িয়ে ধরলেন নেহা কক্কর।
নেহা কক্করের শেয়ার করা এই ভিডিওটি বর্তমানে বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই ভিডিওতে সাড়ে ৫২ লক্ষেরও বেশি ভিউ হয়ে গিয়েছে। অনেকেই নেহাকে বিবাহিত জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন ভিডিওতে।
View this post on Instagram