সোশ্যাল মিডিয়াতে প্রায় রোজই কিছু না কিছু ভাইরাল হয়ে পড়ে। কখনো হাসি মজার ভিডিও তো কখনো অদ্ভুত সমস্ত ভিডিও যা দেখলে নিজেকেই প্রশ্ন করতে বাধ্য হতে হয়। আবার ইদানিং সোশ্যাল মিডিয়া সুপ্ত প্রতিভা প্রকাশের এক দারুন মঞ্চ হিসাবে কাজ করছে। কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে যাওয়া যায়। কম সময়ে প্রচুর পরিমান দর্শকের কাছে পৌঁছে জনপ্রিয় হওয়া যায়। তাই যত দিন যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষ নিজেদের প্রতিভার ভিডিও শেয়ার করছেন।
মাঝে মধ্যে কিছু খুদে শিল্পীদের গান করতে দেখা যায়, যাদের গানের গলা শুনে মুগ্ধ হয়ে যেতে হয়। তো কখনো কারোর নাচ দেখলে দেখেই যেতে ইচ্ছে করে। এবার সোশ্যাল মিডিয়াতে এক অসাধারণ নাচের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে মা ও মেয়ের যুগলবন্দীতে দারুন নৃত্য দেখা যাচ্ছে। জনপ্রিয় হিন্দি গানা ‘ঝাঁঝরিয়া মেরি ঝানাক গেয়ি ‘ গানে দারুন নেচেছেন দুজনে। অসাধারণ এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
মা ও মেয়ের নাচে এমন যুগলবন্ধীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। ইতিমধ্যেই ভিডিওটিতে দেড় লক্ষেরও বেশি ভিউ হয়ে গিয়েছে। সাথে কমেন্ট সেকশন ভোরে গিয়েছে প্রশংসায়। দেখে নিন সেই ভাইরাল ভিডিওঃ