ভারতের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল। শুরু হতে চলেছে ইন্ডিয়ান আইডলের নতুন সিজেন। স্বাভাবিকভাবেই সিরিয়াল শুরুর পূর্বে প্রমো শুরু হয়েছে। সিরিয়ালের প্রমো ভিডিও দেখে বোঝা যাচ্ছে শোতে বিচারক হিসাবে নেহা কক্কর, হিমেশ রেশমিয়া ও বিশাল দদলানিকে দেখা যাচ্ছে।
ইন্ডিয়ান আইডল শোতে প্রতিবারই গোটা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণীর মানুষেরা প্রতিযোগী হিসাবে আসেন। এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি, এবছর যুবরাজ মেধা নামের এক যুবককে প্রতিযোগী হিসাবে দেখা গেছে। যুবরাজ এই প্রথম শোতে অংশ নেয়নি। এর আগেও যুবরাজ শোতে এসেছিল, কিন্তু এর আগে প্রতিযোগী হবার সুযোগ পায়নি যুবরাজ। যার জীবন কাহিনী শোয়ের বিচারকদের চোখে জল এনে দিয়েছে।
যুবরাজ পেশায় একজন ঝাড়ুদার। গায়ক হবার স্বপ্ন থাকলেও পরিবারের আর্থিক অবস্থা সেইভাবে ভালো ছিলনা কোনোদিনই। যার ফলে ঝাড়ুদারের কাজ করতে হচ্ছে যুবরাজকে। তবে যুবরাজের অদম্য ইচ্ছা শক্তি আর মনের জোর তাকে আই ইন্ডিয়ান আইডলের মঞ্চে পৌঁছে দিয়েছে। হাজারো প্রতিকূলতা সত্ত্বেও যুবরাজ আজ ইন্ডিয়ান আইডলের মঞ্চে এসে উপস্থিতি হয়েছে।
যুবরাজের গান শুনে অবাক হয়েছেন বিচারকেরা। হেমেশ বলেছেন, ‘তুমি দেশের জন্য আশার আলো। মানুষ যে যেকোনো জায়গা থেকেই চাইলে শিখতে পারে সেটা তুমি প্রমান করেছো। আরো পরিশ্রম করো আর এগিয়ে যাও’।
#IndianIdol ke stage se hi huya jiska safar shuru kya ab wohi stage dega Yuvraj ke sapno ko pankh? Dekhiye #IndianIdol2020 28th November se Sat-Sun raat 8 baje. Ab mausam hoga phirse awesome. @iAmNehaKakkar @VishalDadlani #HimeshReshammiya #AdityaNarayan @FremantleIndia pic.twitter.com/GEKTdXgBTI
— sonytv (@SonyTV) November 22, 2020