প্রতিবেশী দেশ চীনের সাথে সম্পর্কের অবনতির পর প্রধান মন্ত্রী আত্মনির্ভর ভারতের কথা বলেছেন। এবার এই আত্মনির্ভর ভারতকে আরো এক ধাপ এগিয়ে দিতে হাজির হল দেশি সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম Tooter। সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ Twitter গোটা বিশ্বে বেশ জনপ্রিয়। এবার এই জনপ্রিয় সোশ্যাল নেটওরকিং প্লাটফর্মকেই টেক্কা দিতে টুইটারের দেশি ভার্শন Tooter লঞ্চ হল।
আসলে Tooter আজ প্রথম লঞ্চ হল তা নয়। প্রথম যখন ভারত সরকার চাইনিজ অ্যাপ ব্যান করল তার পরেই এই অ্যাপটি লঞ্চ হয়েছিল বলে জানা যায়। সম্ভবত ৩ সেপ্টেম্বর থেকে গুগল প্লে স্টোরে এসেছে এই আপ্লিকেশনটি। এবার আপনিও যদি চান দেশীয় সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম ব্যবহার করতে তাহলে চলুন জেনে নি কিভাবে ব্যবহার শুরু করবেন Tooter।
প্রথমে গুগল প্লে স্টোর থেকে আপ্লিকেশনটি ডাউনলোড করে ফোনে ইনস্টল করে নিন। এখনো পর্যন্ত Tooter এন্ড্রোয়েড এর জন্ন্যি উপলব্ধ, হয়তো খুব শীঘ্রই টুটার অ্যাপেলের অ্যাপস্টোরেও পাওয়া যাবে। তারপর আপ্লিকেশন টি খুলে রেজিস্টার করুন ইমেইল, নাম ও পাসওয়ার্ড দিয়ে। যদি আপনি ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহারকারী হন তাহলে টুটারের অফিসিয়াল ওয়েবসাইট tooter.in এ গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন।
নতুন এই সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম Tooter এ টুইটারের মতোই ছবি থেকে ভিডিও শেয়ার করার অপসন থাকবে। সাথে থাকবে কোনো ব্যক্তিকে ফলো করার অপশন। টুইটারে কোনো পোস্ট করা হলে সেটিকে টুইট বলা হয়। তেমনি নতুন এই সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপের দ্বারা করা পোস্টকে ‘toots’ বলা হবে।
হয়তো ভাবছেন নতুন এই প্লাটফর্মে কাদের পাবেন! তাই তো? তাহলে আপনাদের জানিয়ে রাখি নতুন এই প্লাটফর্মে প্রধান মন্ত্রী নরেন্দ্রা মোদী থেকে শুরু করে অমিত শাহ, রাজনাথ সিং এর মত তাবড় তাবড় রাজনৈতিক নেতাদের ভেরিফাইড প্রোফাইল রয়েছে ইতিমধ্যেই। সাথে বিনোদন জগৎ ও খেলার জগতের একাধিক তারকা যেমন অমিতাভ বচ্চন থেকে শুরু করে বিরাট খোলি পর্যন্ত আছেন। তবে, নতুন এই দেশি অ্যাপ কতটা সফল হয় তা সময়ের সাথে দেখা যাবে।