• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডে ব্যবহৃত এই উপকরণগুলি নিলামে উঠলে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনেছেন ভক্তরা

Published on:

বলিউড (Bollywood) নিয়ে ভারতীয়দের মধ্যে উন্মাদনার শেষ নেই। প্রায় প্রত্যেকেরই বলিউডের কোনো না কোনো অভিনেতা বা অভিনেত্রীকে বেশ পছন্দ। কিছু ভক্তরা তার প্রিয়  তারকার অটোগ্রাফ থেকে শুরু করে ব্যবহৃত কোনো জিনিস পাবার জন্য। বলিউডের ছবিতে ব্যবহৃত কিছু বিশেষ জিনিস নিলামও হয়। যা পাবার জন্য ভক্তরা লক্ষ লক্ষ টাকা করতে পর্যন্ত রাজি। এধরণেরই কিছু নিলামের কথা আজ জানাতে চলেছি। জানলে হয়তো আপনিও অবাক হবেন বলিউড ছবির এই জিনিসগুলি এত দামে নিলাম হয়েছে।

১. সালমান খানের তোয়ালে 

বলিউডের ভাইজান সালমান খানের (Salman Khan) বিখ্যাত ছবি মুঝসে শাদী কারোগী। ছবিতে একটি গান ছিল ‘এক বার জো আয়ে জাওয়ানি  ফিরে না জায়ে’। এই গানে সালমান খান একটি তোয়ালে নিয়ে নেচেছিলেন। সেই তোয়ালেটি নিলাম করা হয়েছিল। শুনলে হয়তো অবাক হবেন সালমান খানের সেই তোয়ালেটি ১ লক্ষ ৪২ হাজার  তাকে নিলাম হয়েছিল।

২. লাগান ছবির আমির খানের ব্যাট 

২০০১ সালে মুক্তি পাওয়া আমির খানের (Amir Khan) ছবি লাগান। ছবিতে  ক্রিকেটের চাষিদের লাগান মুকুবের কাহিনী দেখানো হয়েছিল। ছবিতে আমির খান যে ব্যাট দিয়ে খেলেছিলেন সেই ব্যাটটিতে  ছবির সমস্ত সদস্যের সাক্ষর ছিল। এই ব্যাটটি এক সময় নিলাম করা হয়। নিলামের সময় আমির খানের এই ব্যাটটি ১ লক্ষ ৫৬  হাজার টাকায় বিক্রি হয়েছিল।

৩. প্রিয়াঙ্কা চোপড়ার জুতো 

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। প্রিয়াঙ্কা চোপড়া তার ক্রিশ্চিয়ান লুবোটিন জুতা নিলাম করেছিলেন। নিলামে পাওয়া টাকা প্রিয়াঙ্কা সেভ দা গার্ল নামক এক সংস্থাকে দিয়েছিল। প্রিয়াঙ্কার সেই জুতোটি ২ লক্ষ ৪৫ হাজার  টাকার বিনিময়ে বিক্রি হয়েছিল।

৪. দেবানন্দের ছবি 

বলিউডের জগতের সুপারষ্টার দেবানন্দ (Debanand)। দেবানানদের ৪৫টি সাদা কালো ছবি নিলাম করা হয়েছিল। আর সেই ছবিগুলি ৪ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল।

৫. শাম্মি কাপুরের জ্যাকেট 

বলিউডের গোল্ডেন যুগের অভিনেতা শাম্মি কাপুর (Shammi Kapoor)। তার অভিনয়কে মনে রেখে জঙ্গল ছবির তার জ্যাকেটটি সংরক্ষণ করা হয়েছিল। সেই জ্যাকেটটি পরে নিলাম করা হয়। নিলামে ৮ লক্ষ ৮০ হাজার টাকার বিনিময়ে কিনে নেন অভিনেতা আমির খান।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥