সোশ্যাল মিডিয়াতে হাজারো ভাইরাল ভিডিওতে (Viral Video) ছড়াছড়ি। ভাইরাল এই ভিডিও শুধুমাত্র হাসির ভিডিওতে সীমিত নেই। মানুষ নিজের প্রতিভা প্রকাশে জন্যও সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করছে। কারণ এতে খুব অল্প সময়েই বিশাল সংখ্যক দর্শকের কাছে পৌঁছানো যায়। আবার অনেকে জনপ্রিয়তা পাবার লোভে এমন কিছু কান্ডকারখানা করে বসেন যা হয়তো হিতে বিপরীত হয়ে ওঠে।
কখনো বাইক বা গাড়ি নিয়ে স্ট্যান্ট তো কখনো উঁচু কোনো জায়গা থেকে সেলফি। ফেমাস হবার চক্করে প্রাণের ঝুঁকি পর্যন্ত নিয়ে নেন কেউ কেউ। অনেকেই আবার চলন্ত গাড়ি বা ট্রেনের মধ্যে থেকে ভিডিও বানান শুধুমাত্র জনপ্রিয়তা পাবার লোভে। এই সমস্ত ভিডিও বানাতে গিয়ে বা ছবি তুলতে গিয়ে অনেকেই নিজের প্রাণ হারিয়েছেন। তবু এই সমস্ত থামার নাম নেই। লোকে জনপ্রিয়তার জন্য এখনো নিজের জীবনের বাজি লাগাতে প্রস্তুত।
সোশ্যাল মিডিয়াতে এবার এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে আপনি চমকে উঠবেন। যেখানে ভাইরাল হবার জন্য নিজের কেরামতি দেখতে চেয়েছিল এক যুবক। কিন্তু হল হিতে বিপরীত, ভাইরাল হতে গিয়ে যুবকের যৌনাঙ্গেই আগুন ধরে গেল।
ভিডিওতে দেখা যাচ্ছে যুবকটি তার ক্যামেরা সামনে রেখে ভিডিও বানাচ্ছে। মুখের জ্বলন্ত সিগারেট থেকেই সামনের গ্লাসে রাখা দাহ্য তরলে আগুন লাগলো সে। তারপর সেই জ্বলন্ত গ্লাস নিয়েই কেরামতি দেখানোর চেষ্টা করছিল যুবকটি। কিন্তু, আগুনে তার নিজের প্যান্ট আর যৌনাঙ্গই পুড়ে গেল। আগুন নেভানোর চেষ্টা করতে আগুন আরো বাড়তে থাকে। তখন যুবকের চিৎকার শুনতে পেয়ে কোনো এক বন্ধু এসে তাকে বাঁচায়।
— 1000 WAYS TO DIE (@1000waystodle) November 17, 2020