• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সঞ্জয় দত্ত থেকে ঋত্বিক রোশন এই ৯ বলিউড অভিনেতা জীবনসঙ্গী করেছেন মুলসিম মহিলাদের

Published on:

হিন্দি ছবির জগৎ বলিউড (Bollywood)। বলিউডের প্রেম কাহিনী দেখে কতশত বাস্তব প্রেম কাহিনী তুলে ধরা হয়েছে। প্রেম থেকে প্রেমের পরিণতি অর্থাৎ বিয়ে পর্যন্ত ছবির কাহিনীর ক্লাইমেক্স বেশ উপভোগ করেন দর্শকেরা। তবে এবার কিছু এমন বলিউডের রিয়েল লাইফ প্রেমীদের কথা বলবো যারা নিজেদের ধর্মের বাইরে গিয়ে বিয়ে করেছিল। এই বলিউড অভিনেতারা বিয়ে করেছিলেন মুসলিম মহিলাদের। আসুন দেখে নেওয়া যাক সেই তালিকাঃ

১. কিশোরে কুমার (Kishore Kumar)

বলিউডের বিখ্যাত অভিনেতা কিশোর কুমার। অভিনেতার দ্বিতীয় বিয়ে হয়েছিল অভিনেত্রী মধুবালার সাথে। মধুবালা অনেক ছবিতে কিশোর কুমারের সাথে কাজ করেছিল। সেই থেকেই দুজনের সম্পর্কের সূত্রপাত হয় যা শেষে বিয়েতে পরিণত হয়েছিল।

২. মনোজ বাজপেয়ী (Manoj Bajpeyi)

বলিউডে অভিনেতা মনোজ বাজপেয়ী।  তিনি ২০০৬ সালে অভিনেত্রী নেহাকে বিয়ে করেছেন। অভিনেত্রী নেহার আসল নাম হল শাবানা রাজ কিন্তু তিনি তার স্ক্রিনের জন্য নেহা নাম নেন।

৩. রাজা বাব্বার (Raja Babbar)

বলিউডের এই অভিনেতা একসময় বেশ জনপ্রিয়  ছিলেন। বর্তমানে তিনি অভিনয় জগতের থেকে অনেকটা দূরে রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। অভিনেতা ১৯৭৫ সালে নাদিরা বাব্বার নামের এক মহিলাকে বিয়ে করেছিলেন। তবে এটি ওই মহিলার আসল নাম নয়, নাদিরার আসল নাম ছিল জাহিরা।

৪. সঞ্জয় দত্ত (Sanjay Dutt)

বলিউডের বিখ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত। নিজের জীবনের বিভিন্ন ঘটনার কারণে বহুবার সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছেন অভিনেতা। ২০০৮ সালে তিনি তৃতীয় বিয়ে করেছেন। তার তৃতীয় স্ত্রী হলেন মান্যতা দত্ত। মান্যতা হলেন এক মুসলিম পরিবারের মেয়ে।

৫. আদিত্য পাঞ্চোলি (Aditya Pancholi)

অভিনেতা আদিত্য পাঞ্চোলি জারিনা ওয়াহাব নামক এক অভিনেত্রীকে বিয়ে করেছেন। জারিনা ছিলেন একজন মালায়ালম ছবির অভিনেত্রী।

৬. কুনাল খেমু (Kunal Khemu)

অভিনেতা কুনাল খেমু সোহা আলী খানকে বিয়ে করেছেন। সোহাকে বিয়ে করে তিনি পাতৌদি পরিবারের সদস্যে পরিণত হয়েছেন।

৭. সুলিল শেট্টি (Sunil Shetty)

বলিউডের জনপ্রিয়  অভিনেতা সুনীল শেট্টি। অভিনেতা ১৯৯১ সালে এক মুসলিম অভিনেত্রী মনীষা কাদরীকে বিয়ে করেছিলেন। বিয়ের পর তিনি স্ত্রী এর নাম বদলে মান শেট্টি করে দেন।

৮. সুনীল দত্ত (Sunil Dutt)

ষাটের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা সুনীল দত্ত। তিনি সেই সময়কার জনপ্রিয়  অভিনেত্রী নার্গিসকে বিয়ে করেছিলেন। মাদার ইন্ডিয়া ছবিতে একসাথে কাজ করার সময়েই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যা বিয়েতে পরিণত হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি অভিনেত্রী নার্গিসের আসল নাম হল ফাতিমা রাশিদ।

৯. ঋত্বিক রোশন (Hrithik Roshan)

বলিউডের এক সময়ের ড্যাশিং হিরো ঋত্বিক রোশন ২০০০ সালে সঞ্জয়  খানের মেয়েটা সুজানকে বিয়ে করেছেন। সুজান এক জন মুসলিম পরিবারের মেয়ে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥