বলিউডের বেবো করিনা কাপুর স্বামী সাইফ আলি খান ও ছেলে তৈমুরের সাথে ধর্মশালায় সুন্দর সময় কাটিয়ে মুম্বাই ফিরেছেন। দ্বিতীয় বার মা হওয়ার আগে ছেলে তৈমুরের সঙ্গে ভালোই সময় কাটাচ্ছেন নবাব পত্নী। এদিন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় করিনা কাপুর ছেলে তৈমুরের সাথে একটি মিষ্টি মুহুর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে ছেলের সঙ্গে খেলার ছলে বেজায় ফুরফুরে মেজাজে রয়েছেন করিনা কাপুর।
দুহাতে মাটি মেখে মা ছেলে মিলে বানাচ্ছেন মাটির পাত্র। ধর্মকট স্টুডিওতে বসে ছেলেকে পাত্র বানাতে শেখাচ্ছেন করিনা কাপুর। তৈমুরও এই খেলায় যে বেশ খুশি তা তার এক্সপ্রেশনেই স্পষ্ট। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমার লিটিল ম্যানের সঙ্গে পট পট পটারি’।
প্রসঙ্গত, শীঘ্রই ফের মা হতে চলেছেন নবাব পত্নী করিনা কাপুর খান। স্বভাবতই নবাবের পরিবারে এখন খুশির আমেজ। ছোট্ট তৈমুর -ও দেখতে দেখতে হতে চলেছে দাদা। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই ভাইরাল হচ্ছে নবাব পত্নীর অন্তঃসত্ত্বাকালের ছবি।
এদিকে খুব শীঘ্রই আমিরের সাথে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে করিনাকে। এই ছবির শ্যুটিং করতেই দিল্লি গেছিলেন করিনা। সেখানেও করিনাকে বেবিবাম্প সহ ছবি শেয়ার করতে দেখা যায়।