বলিউডের সুন্দরী অভিনেত্রীদের যেন মালদ্বীপে যাবার হিড়িক পড়েছে। একের পর এক অভিনেত্রীরা মালদ্বীপে যাচ্ছেন এবছর আর সেখান থেকে নিজেদের উষ্ণ ছবিতে আগুন জ্বালিয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। এবার বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহাও তার মুম্বাইয়ের বাড়ি ‘রামায়ণ’ ছেড়ে পারি দিয়েছেন মালদ্বীপে।
অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) বলিউডের জাদরেল অভিনেতা শত্রূঘ্ন সিনহার মেয়ে। ২০১০ এ সালমান খানের সাথে প্রথম ছবি করেন তিনি। দাবাং ছবিতে সালমান খানের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। যার ফলে অনেকেই বলিউডের দাবাং হেরোইন নাম চেনেন সোনাক্ষী সিনহাকে। প্রথম ছবির পর আর থেমে থাকতে হয়নি অভিনেত্রীকে একেরপর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। অনেকেই অবশ্য শেষবার অভিনেত্রীকে সালমান খানেরই দাবাং ৩ ছবিতে দেখা গিয়েছে।
যদিও সোনাক্ষীকে খোলামেলা পোশাকে দেখা যায়না। তবে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে সোনাক্ষী সিনহার উষ্ণ অবতার সামনে এসেছে। মালদ্বীপের সমুদ্রতটে শুধুমাত্র সুইমস্যুটের সাথে একটি নেটের পোশাকে দেখা মিলেছে অভিনেত্রীর। দীর্ঘ লকডাউনের পরে জলে ভিজে বেজায় খুশি অভিনেত্রী।
View this post on Instagram
নিজেই সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবি শেয়ার করে লিখেছেন, ‘জলের মধ্যেই সবচেয়ে বেশি খুশি’। ছবি শেয়ার করার পর তা ভাইরাল হতে দেরি লাগেনি। ইতিমধ্যেই ছবিতে আড়াই লক্ষেরও বেশি লাইক পরে গিয়েছে।
View this post on Instagram