• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুর্দান্ত অফার! Vi তে ৩০০ টাকারও কমে মিলবে আনলিমিটেড কলিং সাথে ৪ জিব ডেটা

টেলিকম অপারেটর ভোডাফোন ও আইডিয়া একত্রিত হয়ে Vi হয়ে গেছে। তবে বাকি টেলিকম অপারেটর দেড় মত আনলিমিটেড প্ল্যান গুলির দাম প্রায় একই রয়ে গেছে। টেলিকম সেক্টরের ক্ষতি পোষানোর তাগিদে হয়তো আরো বাড়তে পারে ভবিষ্যতে। কিন্তু বাজারে তুমুল প্রতিযোগিতা। তাই এই প্রতিযোগিতামূলক বাজার ধরতে এবার দুর্দান্ত একটি প্ল্যান নিয়ে হাজির হয়েছে Vi। যাতে আনলিমিটেড কলিং থেকে শুরু করে ডেটা সবই থাকবে। সাথে থাকবে ৫৬ দিনের বৈধতা।

Vi এর মতে এধরণের একটি প্ল্যান না থাকলে বর্তমান প্রতিযুগিতার বাজারে টেকা যাবে না। তাই এবার অল্প টাকার মধ্যেই এধরণের এক দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির হল Vi। নতুন এই প্ল্যানটির মূল্য মাত্র ২৬৯ টাকা। আসুন দেখে নেওয়া যাক কি কি সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানে।

   

Vi প্ল্যান ২৬৯

২৬৯ টাকার প্লানটিতে থাকছে আনলিমিটেড কলিং যে কোনো নেটওয়ার্কে। সাথে থাকছে ৫৬ দিনের বৈধতা। এই প্ল্যানে মোট ডেটা পাওয়া যাবে ৪ জিবি। ডেটার সাথে থাকছে ৬০০ এসএমএস। আসলে এই প্ল্যানটি সেই সমস্ত ইউজারদের মাথায় রেখে তৈরী করা হয়েছে যারা ইন্টারনেটের ব্যবহার তেমনভাবে করেন না। মূলত ফোন করার জন্য মোবাইলের ব্যবহার করেন।

Vi বাদে অন্য অপারেটরদের ৩০০ এর কমে কিছু প্ল্যান রয়েছে তবে সেই প্লানগুলির বৈধতা Vi এর প্ল্যানতীর তুলনায় অনেক কম। তাই যে সমস্ত ইউজাররা শুধুমাত্র কল করার জন্য মোবাইলের ব্যবহার করেন তাদের জন্য Vi এর ২৬৯ এর প্ল্যানটি  সবচেয়ে সুবিধা জনক।

site