এখন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের আরেকটি পরিচয় হল তিনি প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা। দীর্ঘদিন প্রেমের পর অবশেষে ভেঙে যায় অঙ্কিতা সুশান্তের সম্পর্ক। গত ১৪ই জুন আত্মঘাতী হন সুশান্ত সিং রাজপুত, আর তারপর থেকেই বারংবার চর্চায় উঠে এসেছে অঙ্কিতার লোখান্ডের নাম।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কার্যত ঝড় বয়ে গেছে সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের উপর দিয়ে। সুশান্ত কখনো আত্মহত্যা করতে পারেন না, এই মন্তব্য করতেই রিয়া চক্রবর্তীর কড়া আক্রমণের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। সুশান্তের মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। এত ঝড় ঝাপটা কাটিয়ে অবশেষে ধীরে ধীরে পুরোনো ছন্দে ফিরতে চেষ্টা করছেন অঙ্কিতা।
কিন্তু সুশান্ত এখন অতীত। সুশান্তকে ভুলে এখন অঙ্কিতা মন দিতে চাইছে নিজের ব্যক্তিগত জীবনে। কদিন আগেই তার এখনকার প্রেমিক ভিকি জৈনের সঙ্গে দীপাবলি উদযাপনের ছবি শেয়ার করেছিলেন অঙ্কিতা। সম্প্রতি, নিজের পরিবারের দুই খুদে যমজ সদস্য আবির ও আবিরার অন্নপ্রাশনে প্রেমিক ভিকি জৈনের সঙ্গে মেতে উঠতে দেখা যায় অভিনেত্রীকে। আবির এবং আবিরা হলে অঙ্কিতার কাজিনের সন্তান। মুখেভাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঙ্কিতার প্রেমিক ভিকিও, অভিনেত্রী দুই খুদেকে নিজে হাতে খাইয়েও দিয়েছেন। তার এই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যদিও নেটিজেনদের এখন একটাই প্রশ্ন, সুশান্তকে ভুলে গেলেন অঙ্কিতা?
View this post on Instagram














