বলিউড অনুষ্কা শর্মা (Anushka Sharma)। লকডাউন চলাকালীন সুখবর দিয়েছিলেন অভিনেত্রী, তাদের পরিবারে আস্তে চলেছে এক নতুন সদস্য। খুব শীঘ্রই মা হতে চলেছেন অনুষ্কা। স্বামী বিরাটের (Virat Kohli) সাথে দুবাইতে ছিলেন অভিনেত্রী। সম্প্রতি তিনি মুম্বাইয়ে ফিরেছেন। মুম্বাইয়ে ফায়ার কাজে মন দিয়েছেন অভিনেত্রী। এদিন একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য বেরিয়েছিলেন অভিনেত্রী।
শুটিংয়ের জন্য ষ্টুডিওতে পৌঁছালে একটি সবুজ রঙের গাউনে দেখা যায় অভিনেত্রীকে। মা হবার আনন্দ ও প্রেগনেন্সি গ্লো যেন উপচে পড়ছে অভিনেত্রীর চেহারা থেকে। অভিনেত্রীকে মাস্ক পড়ে থাকতে দেখা গিয়েছে। এমনকি ষ্টুডিওতে তার মেকাপ আর্টিস্টরাও যে পিপিই কিট পরে কাজ করছেন তার একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
যেমনটা জানা যাচ্ছে, এবার পুরো উদ্দ্যমে কাজে লেগে পড়েছেন অভিনেত্রী। একেরপর এক শুট রয়েছে তার। প্রেগনেন্সি চলাকালীনই কাজ চালিয়ে যাবেন অভিনেত্রী। তবে, প্রেগনেন্ট হবার কারণে অভিনেত্রী শুটিং সেটের সুরক্ষা নিয়ে বেশ চিন্তিত ছিলেন। অবশ্য বলিউডের আরেক অভিনেত্রী কারিনা কাপুরও প্রেগনেন্ট তিনিও প্রেগনেন্সি চলাকালীনই শুটিং চালিয়ে যাচ্ছেন।
অনুষ্কা নিজের সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি একটি ছবি শেয়ার করেছিলেন। যেটা তার বাবার তুলে দিয়েছেন। ছবিটি শেয়ার করে অনুষ্কা লিখেছেন, ‘ যখন বাবা তোমার চা খাবার মুহূর্তের একটা নিখুঁত ছবি তুলে দেয় ও বলে তাকে বাদ দিতে। কিন্তু তুমি সেটা করোনা কারণ তুমি তারই মেয়ে’!
View this post on Instagram