ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা নক্ষত্র সৌরভ গাঙ্গুলি খেলা ছেড়েছেন বেশ অনেকবছর হল। কিন্তু তবুও তার জনপ্রিয়তায় বিন্দু মাত্র ভাটা পড়েনি। দেশে বিদেশে ক্রিকেটের মহারাজা হিসেবে বাঙলার ছেলে সৌরভ গাঙ্গুলিকেই সকলে চেনে। লডসে তার জামা ঘোরানো, বা ঠান্ডা মাথায় ছক্কা হাকিয়ে স্টেডিয়ামের বাইরে বল পাঠিয়ে দেওয়া দাদাকেই মানায়।
খেলা ছেড়েছেন বেশ কিছুদিন হল। তার ব্যক্তিত্ব, কথাবার্তা, এবং সর্বোপরি তার কাজের কারণেই তিনি সকলের প্রিয় ‘দাদা’। খেলার মতোই সঞ্চালনাটাও জমিয়ে করেন সৌরভ। জি বাংলায় তার ‘দাদাগিরি’ এযাবৎকালে দর্শকদের অন্যতম প্রিয় রিয়েলিটি শো।
খেলা সঞ্চালনা ছাড়াও ক্রমেই অভিনয়েও বেশ পাকাপোক্ত হয়ে উঠছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ইতিমধ্যেই বেশ কিছু বিজ্ঞাপন, মিউজিক ভিডিওতেও কাজ করে ফেলেছেন তিনি। সম্প্রতি কোনো একটি বিজ্ঞাপনেরই শ্যুটিং করছিলেন সৌরব। সেই শ্যুটিং সেটেরই একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটপাড়ায়। দাদাকে ক্যামেরার সামনে এত সাবলীল দেখে হতবাক নেটনাগরিকরা। ২২ গজ থেকে, রোল ক্যামেরা অ্যাকশানে একইভাবে সেরার সেরা তিনি।
https://youtu.be/8QkY70bKaYY