ইন্টারনেটের যুগে সোশ্যাল মিডিয়াতে রোজই কত শত ভিডিও ভাইরাল হচ্ছে। হাসি মজার ভিডিও থেকে শুরু করে, পশু পাখিদের কান্ড কারখানা কত কিছুই না দেখার থাকে। এবার একটি এমন ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা মিলেছে এক বিশাল সাপের। ছোট খাটো সাপ দেখলেই অনেকের গলা শুকিয়ে গায়ের লোম খাড়া হবার জোগাড় হয়। সেখানে যদি এক বিশাল সাপ হয় তাহলে তো আর কোথায় নেই। আর এবার যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে রয়েছে বিশালাকায় একটি সাপ।
প্রায় ৫০ ফুট লম্বা একটি সাপের ভিডিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিও তে দেখা যাচ্ছে বিশালাকৃতির অ্যানাকন্ডা সাপটি জলের মধ্যে দিয়ে যাচ্ছিল। গ্রামের জলাশয়ের চারধারে লাঠি পুঁতে বাঁধ মত করা রয়েছে। সাপটিকে জব্দ করার জন্যই নাকি ফাঁদ পেতেছে গ্রাম বাসীরা। জলাশয়ের পাশের পোল্ট্রি ফার্মের মুরগি খেয়ে পালাতো ওই অ্যানাকন্ডা। তার পর গ্রামবাসীরা মাইল এই ফন্দি আটে। লাঠি দিয়ে ঘেরা জলাশয়ের মাঝে একটি ছোট্ট নীল ড্রাম রাখা ছিল যাতে সাপটি ওই ড্রামের মধ্যে দিয়ে যায়।
https://twitter.com/AMAZlNGSCIENCE/status/1329648481577824257
হলও তাই ড্রামের মধ্যে দিয়ে যাবার চেষ্টা করে সাপটি। সেখানেই বাধে বিপত্তি। ছোট্ট ড্রামের মধ্যে মাথা আটকে যায় অ্যানাকন্ডার। তারপরই মাথা বের করার জন্য ছটফট করতে থাকে অ্যানাকন্ডাটি। সেই ভিডিওই ভাইরাল হয়ে পড়েছিল ইন্টারনেটে। ভিডিওটি বেশ পুরুনো সেই ভিডিওটিই আবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তবে মজার ঘটনা হয় এই পুরো বিষয়টিই আসলে সাজানো। কারণ ভিএফএক্স এর সাহায্যে এটি করা হয়েছিল। আসলে সাপটি মোটেও অতবড় নয়। আর যেটিকে ড্রাম হিসাবে দেখাযাচ্ছে সেটিও আসলে একটি পাইপ মাত্র।
Sometimes I hate the internet pic.twitter.com/azfi99WxNZ
— Tone Digs (@ToneDigz) July 20, 2019