বাঙালি অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। বাংলা সিনেমা থেকে সিরিয়াল দুটোতেই নিজের অভিনয় দিয়ে দর্শকদের মনে পাপাপাকি স্থান করে নিয়েছেন অভিনেত্রী। যদিও তাকে বাঙালিরা এখন রাধিকা নাম চেনে। ‘হরিপদ ব্যান্ডওয়ালা’, ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ইত্যাদি বাংলা ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন অভিনেত্রী। সিনেমার পর পা রেখেছেন বাংলা সিরিয়ালের পর্দায়। ‘ভজ গোবিন্দ’, ‘বিজয়িনী’, ইত্যাদি সিরিয়ালে দুর্দান্ত অভিনয় করেছেন অভিনেত্রী। বর্তমানে ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালে রাধিকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী।
রাধিকার জীবনের নানান সমস্যা নিয়ে সিরিয়ালের কাহিনী। কিছুদিন আগে পর্যন্ত সিরিয়ালে রাধিকার সাথে কর্ণের প্রেম জমে উঠেছিল। রাতে খেতে বসে রাধিকার প্রেম কাহিনী দেখতে বসতেন বাঙালিরা। রাধিকা ও কর্ন একে অপরকে সহ্য করতে না পারলেও বিপদে ঠিকই রক্ষা করার জন্য জলাপিয়ে পড়েন। দুজনে মাইল জয়কে শায়েস্তা করে বিদায় করেছে। কিন্তু হাজির হয়েছেন কর্ণের ঠাকুমা। তিনি আবার মেয়ে মানুষের অফিস যাওয়া মোতে সহ্য করতে পারেন না। তার মতে মেয়েদের বাড়িতে সংসার সামলানোই হল দায়িত্ব।
নতুন বৌমাকে ব্যতিব্যস্ত করা ছাড়া ঠাকুমার কাজ নেই আর। অন্যদিকে করেন রাধিকার সাথে করনের প্রেম ধীরে ধীরে গাঢ় হচ্ছে। এখন কবে যে দুজনের প্রেম পরিণতি পাবে তা নিয়ে দর্শকদের মনে চলছে টান টান উত্তেজনা। কিন্তু এরই মাঝে মন খারাপ রাধিকার। সোশ্যাল মিডিয়াতে একটি মন খারাপের গান ‘কেন’ এর ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিওতে কোনো এক গ্রাম্য মাটির রাস্তার ধরে উদাসীন মুখে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ভিডিওটি শেয়ার করার পর তা ভাইরাল হয়ে গিয়েছে। মাত্র ৪ ঘন্টার মধ্যেই ভিডিওতে ১০ হাজারেরও বেশি রিঅ্যাকশন পড়েছে।
View this post on Instagram