সোশ্যাল মিডিয়াতে কখন যে কি ভাইরাল হয় তা বলা মুশকিল। রোজই হাজারো ভিডিও ভাইরাল হয়ে পড়ে তা সে হাসিমজার হোক বা অনন্য প্রতিভারই হোক। আজ কাল প্রভাবানরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের প্রতিভা সকলের সামনে তুলে ধরছে। এবার এরমই এক প্রতিভাবান যুবকের ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে।
প্রতিভা সকলের থাকে না একথা যেমন সত্যি, তেমনি প্রতিভা ধনী গরিব দেখে না একথাও সত্যি। সময়ের সাথে প্রতিভার প্রকাশ ঠিকই হয় যায়। এই যেমন দীর্ঘ লকডাউন চলাকালীন ঘরবন্দি অবস্থায় বহু মানুষ যারা হয়তো সময়ই পেতেন না তারা নিজেদের প্রতিভার ভিডিও করে তা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে জনপ্রিয় হয়ে গেছেন। এবার আসা যাক এই যুবকের কথায়। সম্প্রতি একটি যুবকের নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
খুবই দরিদ্র যুবকটি, গুজরাটের এক ছোট্ট পরিবারের ছেলে সে। টাকার অভাবে হয়নি পড়াশোনা। পেটের দায়ে কিছু টাকা উপার্জনের জন্য বেরিয়ে পড়তে হয়েছে ছোট বয়স থেকেই। লকডাউনের সময় কাজ হারিয়ে ফুটপাতে দুটো পয়সার আশায় নাচতো যুবক। সেই সময় যুবকের নাচের ভিডিও ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে। এবার সেই যুবকেরাই আরেকটি ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তবে এবার আর রাস্তার ধরে নয়, এবার যুবককে দেখা গেল ইন্ডিয়াস বেস্ট ডান্সারের মঞ্চে।
View this post on Instagram
যুবকটির নাম আরমান রাঠোড়, বর্তমানে ইন্ডিয়াস বেস্ট ডান্সার এর প্রতিযোগী সে। ভিডিওটি সোশ্যাল মিডিয়া মাধ্যম ইউটিউবে শেয়ার করার পরেই তা ভাইরাল হয়ে পড়েছে। ইতিমধ্যেই ৬ লক্ষেরও বেশি ভিউ হয়েছে ভাইরাল এই ভিডিওটিতে।