বলিউড অভিনেত্রী তাপসী পান্নু (Tapasi Pannu)। বলিউডে একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। থাপ্পড় ছবিতে শেষ দেখা গিয়েছে অভিনেত্রীকে। ছবিতে নিজের অভিনয়ের পারদর্শিতা দিয়ে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী। কিন্তু বর্তমানে কোনো ভালো ছবিই পাচ্ছেন না অভিনেত্রী। কেন পাচ্ছেন না ছবি, জানালেন নিজেই।
সম্প্রতি অভিনেত্রী ফিল্মফেয়ারের সাথে এক সাক্ষাৎকারে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন অভিনেত্রী। বর্তমানে তেমন কোনো ছবিই নেই অভিনেত্রীর হাতে। এমনও কিছু ছবি রয়েছে যেখানে প্রথমে তাপসীকে সই করালেও শেষ মুহূর্তে বাতিল করে হয়েছে তাকে। এমন হয়েছে কিছু অভিনেতা তাপসীর সাথে অভিনয়ে অনিচ্ছা প্রকাশ করেছেন।
কেন এই ধরণের ব্যবহার করছেন ছবি পরিচালকরা অভিনেত্রীর সাথে! এর কারণও প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী নিজেই। অভিনেত্রী বলেন, ‘অনেক সময় অভিনেতার স্ত্রীরা তাপসীর সাথে ছবি করতে দিতে রাজি নন অভিনেতাদেরকে। অনেক সময় ছবিতে নায়কের থেকে বেশি বড় করে দেখানো হয় তাপসীর চরিত্রকে, তাতে আপত্তি রয়েছে অনেক অভিনেতার। এমনকি আগের ছবি ফ্লপ হলে অভিনেতাদেরকে পারিশ্রমিক কমানোর জন্য বলা হলেও অনেকে নারাজ হচ্ছেন’।
এব্যাপারে তাপসী বলেন, এ সব বিষয়ে অত গা করেন না তাপসী। তিনি নিজে যথেষ্ট পরিণত, তাই নিজের পছন্দের কাজই করেন। কাজ করে যদি নিজেই না সন্তুষ্ট হতে পারি সেক্ষেত্রে কাজ করা ঠিক পোষায় না। তাই ছবির গল্প ও চরিত্র পছন্দ হলে তবেই সেটি করেন অভিনেত্রী।