বলিউড অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে সবাই জানতে চায়। তাদের লাইফ স্টাইল থেকে শুরু করে তাদের প্রেম জীবনের খুঁটিনাটি মানুষকে সর্বদাই আকৃষ্ট করে। কারণ বলিউড সেলেব্রিটিদের নিয়ে জল্পনা ও গুজবের শেষ নেই। যেমন ধরুন বলিউডের বহু সেলেব্রিটিদের সাথে খেলার জগতের অনেকের সম্পর্ক রয়েছে। তাদের কিছু সম্পর্ক বিয়েতে পরিণতি পেয়েছে তো কিছু পাইনি। খেলার জগতের সাথে বলিউড সেলেব্রিটি সম্পর্কের একটি হল অভিনেতা শাহিদ কাপুর (Shahid Kapoor) ও টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার (Sania Mirza) সম্পর্ক।
বি-টাউনে কান পাতলে জানা যায় অভিনেতা শাহিদ কাপুরের সাথে এককালে সম্পর্কে জড়িয়ে ছিলেন ভারতীয় টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা। যদিও তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। তবে, একসময় এই সম্পর্ক সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছিল।
অভিনেতা শহীদ কাপুর ও খেলোয়াড় সানিয়া মির্জা উভয়েই বর্তমানে বিবাহিত। মীরা রাজপুতকে বিয়ে করেছেন শাহিদ কাপুর, তবে বিয়ের আগে একাধিক অভিনেত্রীদের সাথে নাম জড়িয়েছিল অভিনেতার। কারিনা কাপুর, বিদ্যা বালান থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়াও শহীদ কাপুরের সাথে সম্পর্কে ছিলেন। এমনকি অভিনেত্রী ছাড়াও সুন্দরী টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার সাথে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা।
খুব সম্ভবত কোনো ২০০৯ সালে এক বন্ধুর জন্মদিনের পার্টিতেই সানিয়া মির্জার সাথে আলাপ হয় শাহিদের। এরপর কথা থেকে শুরু করে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন দুজনে। এরপর প্রায়ই এই জুটিকে দেখা যেত একত্রে। শুটিং সেট থেকে শুরু করে পার্টিতেও একসাথে উপস্থিত হতেন দুজনে। আসলে কারিনা কাপুরের সাথে সম্পর্ক শেষ হবার পরেই সানিয়া মির্জার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেতা। যার ফলে দ্রুত ঘনিষ্ঠতা বাড়ে সম্পর্কে।
জানা যায় সম্পর্কের ঘনিষ্ঠতা এতটাই চরমে পৌঁছে ছিল, যে বেঙ্গালুরুতে বিলাসবহুল বুক করেছিলেন শাহিদ। একান্তে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর জন্যই বুক করেছিলেন রুম। পরে হোটেলের এক কর্মীই সেকথা ফাঁস করে দেয়। এরপর ব্যাংককে শাহিদের সাথে সানিয়াকে দেখা গিয়েছিল একটি পার্টিতে। তবে, দুজনের সম্পর্ক নিয়ে অনেকের মনে অনেক আশা থাকলেও সম্পর্কটি টিকেছিল মাত্র ৬ মাস।