ফের মা হতে চলেছেন নবাব পত্নী করিনা কাপুর খান। স্বভাবতই নবাবের পরিবারে এখন খুশির আমেজ। ছোট্ট তৈমুর -ও দেখতে দেখতে হতে চলেছে দাদা। তবে জনপ্রিয়তার দৌড়ে মা করিনা আর বাবা সইফকেও কয়েক গোল দিতে পারে ছোট্ট তৈমুর৷ পেট থেকে পড়েই রাতারাতি তারকা হয়ে যায় তৈমুর। ইতিমধ্যেই গড়ে উঠেছে তার অসংখ্য ফ্যান ক্লাব। তার ভক্তর অভাব নেই।
প্রায়শই সংবাদের শিরোনামে উঠে আসে এই ছোট্ট খুদে। এখন থেকেই সমস্ত লাইম লাইট কেড়ে নিতে শিখে গেছে তৈমুর। তাই সে রাস্তায় বেরোলেই মানুষের ভীড় জমে যায় রাস্তায়। পাপারাৎজিরা সবসময় প্রস্তুত থাকে ক্যামেরা নিয়ে। সইফ পুত্রকে ছবিতে ধরে রাখতে মুখিয়ে থাকে সাধারণ মানুষও।
কিন্তু সবসময় এসব এক্কেবারে না পসন্দ নবাব পুত্তুরের।
এবছর দীপাবলিতে ধর্মশালায় উড়ে গেছেন সইফ-করিনা, সাথে গেছে তৈমুরও। ভুত পুলিশের শুটিং এর কাজে ব্যস্ত করিনা। সাথে উপস্থিত ছিলেন মালাইকা, অর্জুন কাপুরও। সেখানেই, রাস্তায় একসাথে হাঁটছিলো করিনা, সেইফ, তৈমুর, অর্জুন কাপুর এবং মালাইকা। এতজন তারকাকে একসাথে দেখে স্বভাবতই ক্যামেরা হাতে নিয়ে ছবি তুলতে শুরু কিরে আশেপাশের লোকজন।
তার মধ্যেই হটাৎ করে নবাব পুত্র বলে উঠলো নো ফটো অর্থ্যাৎ আর ফটো তুলবেন না। ছোট্ট তৈমুরের এই কায়দা দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেট জনতা। ছেলের এই কান্ডের ভিডিও সোশ্যাল সাইটে শেয়ার করেছেন করিনা৷
View this post on Instagram